সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আ’রো কম দা’মে অত্যাধুনিক ফি’চা’র্স নিয়ে নতুন করে ল’ঞ্চ হ’চ্ছে Hero-র ইলেকট্রিক স্কুটি

ভারতের সবথেকে জনপ্রিয় মোটোকর্প সংস্হা হিরো এবার ভারতীয় দের জন্য এক দারুন উপহার নিয়ে আসল। হিরো মটোকর্পের ওপরে ভারতীয়রা আমরা সবাই চোখ বন্ধ করেই ভরসা করি। তাদের নতুন নতুন মডেল খুবই আকর্ষণীয় হয়ে ওঠে সময়ের সাথে সাথে। এবারও তাদের একটি নতুন আকর্ষণ আসতে চলেছে বাজারে।

সময়ের সাথে সাথে মানুষের চাহিদার পরিবর্তন হয়েছে, একটা সময় মানুষ যা চেয়েছে, তার কিন্তু এখন বদল ঘটেছে। আর ঠিক সেই হিসেবেই সংস্হাগুলো তাদের নতুন মডেল বাজারে নিয়ে আসছে।

এই মুহূর্তে মানুষ ইলেকট্রিক গাড়ির প্রতি দারুণ ঝুঁকছে। কম খরচে কম মেইনটেনেন্স হিসেবে ইলেকট্রিক গাড়ি দারুণ উপযোগী। আর আগামী ভবিষ্যত এই ইলেকট্রিক গাড়ির ওপরেই নির্ভরশীল হতে চলেছে।

আরো পড়ুন: এবার সোনু সুদ ইউক্রেন থে’কে পড়ুয়াদের ফেরাচ্ছেন! সোশ্যাল মিডিয়ায় জয়জয়কার

তাই কোম্পানি ভবিষ্যতের ব্যবসাকে মাথায় রেখেই বাজারে নিয়ে আসছে ইলেকট্রিক বাইক স্কুটার ও গাড়ি। এই দৌড়ে তাহলে পিছিয়ে থাকবে কেন হিরো মোটোকর্প সংস্হা।

তাই তারাও এবার চলতি মার্চ মাসের মধ্যেই লঞ্চকরতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটি। সংস্হার সিইও নিরঞ্জন গুপ্তা জানিয়েছেন, হিরো সংস্হা গ্রাহকদের জন্য নতুন বছরে এক দারুণ কিছু নিয়ে আসতে চলেছে।

অত্যাধুনিক স্টাইল ও তার সাথে অত্যাধুনিক প্রযুক্তি সবমিলিয়ে দারুণ জিনিস আসতে চলেছে বাজারে। সংস্হার যে স্কুটার ইতিমধ্যেই তৈরী হচ্ছে তা তৈরী হবে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে।

আরো পড়ুন: ঠিক ক’তো সংখ্যক রাশিয়ান সে’না নি’হ’ত হয়েছেন? কি জানালো মস্কো

আর বেশীদিন নয়, আগামী কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে স্কুটি। তবে বিশেষজ্ঞদের মতে, এই হিরোর স্কুটার বাজারে লঞ্চ হওয়ার পরে পরেই দারুণ ভাবে টক্কর দিতে পারে বাজাজ চেতক, টিভিএসের আইকিউবের সাথে।

সাধারণ মানুষের জন্য মধ্যবিত্ত মানুষের জন্য সংস্হা স্কুটার তৈরী করবে বলেও জানা যাচ্ছে। তবে সিইও আরও জানিয়েছেন, সংস্হা সব সেগমেন্টের কথা মাথায় রেখেই এমনকি জিওগ্রাফি অনুযায়ী স্কুটার তৈরী করবে। তবে কত দ্রুত বাজারে আসবে, তা এখনি বলা সম্ভব হচ্ছে না।

তবে আমরা যতটা সম্ভব হয় তাড়াতাড়ি বাজারে নিয়ে আসার চেষ্টা করছি, তাই ইতিমধ্যেই আমরা আমাদের উৎপাদন অনেকটাই বৃদ্ধি করেছি।পরের কাছেই ইলেকট্রিক স্কুটার খুব শিগগিরই উপলব্ধ হবে। তাই আর একটু ধৈর্য্য রাখার আর্জি জানানো হয়েছে সংস্হার তরফ থেকে।