সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সত্যজিৎ রায়ের কোনো ছবিই পছন্দের ন’য়, বি’ত’র্কি’ত ম’ন্ত’ব্য পরিচালক কিউ-র

সত্যজিৎ রায়ের চলচ্চিত্র মানেই বাঙালি। যদি বলা হয় বাঙালি কথার অর্থ কি তাহলে এক কথায় বলা যায় সেটা সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রগুলি বাঙালির হৃদয়ে এক বিশেষ জায়গা নিয়ে রেখেছে যার কারণে বর্তমান সময়ে যে সমস্ত পরিচালকরা টলিউডে এসেছেন তারা কেউই বিশেষ এই জায়গাটিতে নিজেদের প্রভাব বিস্তার করতে পারেননি।

পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন ছিল ২রা মে। যদিও বাঙালির শ্রেষ্ঠ পরিচালককে নিয়েই এক বিস্ফোরক মন্তব্য করলেন পরিচালক কিউ তথা কৌশিক মুখার্জী। প্রথম থেকেই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার সমস্ত পরিচালকদের মধ্যে এই একটা বিরোধ ছিল সত্যজিৎ রায়কে নিয়ে।

অনেকেই মানতে পারেননি যে বাঙ্গালী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সত্যজিৎ রায় একজন শ্রেষ্ঠ পরিচালক। সবসময়ই নানারকম মন্তব্যের শিকার হতে হয়েছে তাঁকে, কিন্তু কেউই সত্যজিৎ রায়কে নিয়ে অশ্লীল কোনো মন্তব্য করেননি। তবে এবারে সেই মন্তব্য করলেন পরিচালক কিউ।

আরো পড়ুন: চাল-ডালের দা’ম কিছুই জানেন না! দাদাগিরিতে এ’সে মান সম্মান খোয়ালেন দেব-রুক্মিণী

যদিও এই মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে তাকে পরতে হচ্ছে। একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি জানান, “একজন টিপিক্যাল বাঙালির আবেগ ধরে বেঁচে থাকার মানুষ তিনি নন, এই কারণে বহুবার তাঁকে নানান জায়গায় গালাগালিও খেতে হয়েছে”।

এর আগেও সত্যজিৎ রায়কে নিয়ে তিনি মন্তব্য করেছিলেন। সত্যজিৎ রায়ের চরিত্র অভিনয় করেছিলেন এক সময় “অভিযান” সিনেমাটিতে। তিনি সত্যজিৎ রায়ের চরিত্রটিকে ফুটিয়ে তুলেছিলেন, তার আগে এই চরিত্রটি বিষয়ে জানার জন্য তিনি অনেক রিসার্চ করেছিলেন।

তাঁর মতে সত্যজিৎ রায় একটি চরিএ মাএ । ২রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী গেল ১০১ তম, এই জন্মদিনের আয়োজনকে এই তিনি খুব একটা ভালো চোখে নিলেন না।

আরো পড়ুন: মা’র’ণ রো’গ ক্যান্সারে আ’ক্রা’ন্ত পুতিন, চিকিৎসার জন্য ছাড়তে পারেন গদি!

তার বক্তব্য, “যখন সত্যজিৎ রায় জীবিত ছিলেন সেই সময়ে তার পরিচালনা করা কোন ছবি কেউই দেখতেন না,এখন মারা গিয়েছেন সেইজন্যে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

ইন্ডাস্ট্রির জন্য যদি সব থেকে বড় কিছু সমস্যা হয় সেটা হচ্ছে সত্যজিৎ রায়”। পরিচালকের মতে সত্যজিৎ রায়ের একটিও ছবি তার বিশেষ পছন্দের না, ক্লাসিক ছবি তিনি একদমই দেখতে পছন্দ করেন না।