সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভরত কল: দুই স্ত্রীকে নিয়ে ক্যা’ন্সা’র জ’য়ী অভিনেতার জীবন কা’হি’নী সিনেমাকে হার মানাতে বা’ধ্য

মানুষ কখনোই একা একা বাঁচতে পারে না। বেঁচে থাকার জন্য পাশে একটা ভরসার হাতের দরকার পড়ে। তাই এই জীবদ্দশায় মানুষ বিভিন্ন সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রত্যেকটি সম্পর্কই হয় ভিন্ন। সেই সম্পর্ককে ঠিকমতো বজায় রাখতে হলে আমাদের বিভিন্ন চরিত্রে রীতিমতো অভিনয় করতে হয়। যদি সেই ব্যক্তি নারী হয় তাহলে সে কখনও মায়ের চরিত্রে, কখনও মেয়ের চরিত্রে, কখনও আবার স্ত্রী, কখনও বান্ধবী, কখনও বা প্রেমিকার চরিত্রে অভিনয় করেন। আর পুরুষ হলে সে কখনও বাবা, কখনও বা ছেলে, কখনও আবার স্বামী, কখনও বন্ধু, কখনও প্রেমিকের ভূমিকা পালন করে। আর সেই সব চরিত্রই যে সফলতা পাবে তা কিন্তু নয়।

সিরিয়াল, সিনেমাতে আমরা বিভিন্ন কাহিনী দেখে থাকি। সেই সব কাহিনী কখনও কখনও আমাদের মনকে গভীর ভাবে স্পর্শ করে, এমন অনেক ক্ষেত্রে আবার নিজের জীবনের কাহিনীর সাথে মিল পাওয়া যায়। আবার কিছু কিছু কাহিনী আজগুবি মনে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই বাস্তব ঘটনার অনুকরণে সিরিয়াল, সিনেমা ইত্যাদি তৈরি হয়। কিন্তু বাস্তবেও এমন অনেক কাহিনী যা হার মানায় সিরিয়াল, সিনেমার কাহিনী গুলোকে। আজ সেরকমই এক ব্যক্তিত্বের জীবনকাহিনী আপনাদেরকে শোনাতে এসেছি।

তিনি হলেন ভরত কল – বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেতা। কাশ্মীরের লোক তিনি। দেখতে সুপুরুষ। গায়ের রং দুধের মতো ফর্সা, লম্বা চুল এবং সুঠাম চেহারার অধিকারী। একসময় তাঁর প্রেমে পাগল ছিলেন অনেকে নারীই। এমন সুপুরুষের প্রেমে না পড়ে কি থাকা যায়?

জীবন তাঁকে অনেক কিছু দেখিয়েছে। প্রথম বয়সে প্রেম সম্পর্কে আবদ্ধ হন অভিনেত্রী অনুশ্রী দাসের সঙ্গে। তাঁর সঙ্গে ৫৫ টি বাংলা ছবিতে এবং একের পর এক সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। আর অভিনয় করতে করতেই তাঁদের প্রেমালাপ হয়। তারপর একসময় বিয়েও হয়েছিল তাঁদের, যদিও তাদের সাংসারিক জীবন দীর্ঘস্থায়ী না হওয়ায় বিয়ে ভেঙে যায়। এরপর মুম্বাই এ কাজ করতে গিয়ে ভরতের সাথে আলাপ হয় অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে। এমনকি শোনা যায় সেই সময় সায়ন্তনীর সাথে লিভ-ইন-এ ছিলেন তিনি।

মুম্বাই থাকাকালীন অভিনেতার শরীরে লিউকেমিয়ার মতো মারণ রোগ ধরা পরে। বেশ কিছুদিন যাবৎ চিকিৎসা চলে তাঁর। তারপর কলকাতায় ফিরে এসে “আপনজন” , “রাজযোটক” এর মত হিট হিট সিরিয়ালে কাজ শুরু করে দেন। এরপর সিরিয়ালের সেটে অভিনেত্রী জয়শ্রীর সঙ্গে আলাপ হয় তাঁর। তারপর একে একে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসার পর বিয়ে হয় তাঁদের। তাঁদের একটি কন্যা সন্তান আছে। জীবনের সঙ্গে একের পর এক লড়াই করে আজ তিনি দাঁড়িয়ে রয়েছেন এই জায়গায়।

কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে টিভির পর্দায় বেশ সাবলীল ভাবে ভরতের প্রাক্তন স্ত্রী ও বর্তমান স্ত্রী দুজনে আজ একটা নয়, একাধিক সিরিয়ালে এক সাথে অভিনয় করছেন। স্টার জলসার জনপ্রিয় দুই সিরিয়াল – খড়কুটো এবং মোহর। সিরিয়ালে একে অপরের জা এর চরিত্রে অভিনয় করছে অনুশ্রী ও জয়শ্রী। তাঁদের সম্পর্কের মধ্যে কোনো বিভেদ নেই। কি!! কথা মিলল তো! বাস্তব জীবনের এমন অনেক ঘটনা থাকে যা সত্যিই সিরিয়াল সিনেমার গল্পকে হার মানায়।