সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রধানমন্ত্রী পদ ছা’ড়’তে হবে জেনে ভারতের ভূ’য়’সী প্রশংসা ইমরানের গ’লা’য়

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটের আগে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন। শুক্রবার জাতির উদ্দেশে ভাষণে, ভারতীয়দের দরাজ সার্টিফিকেট দেন ইমরান।

দেশবাসীর মধ্যে জাতীয়তাবোধ ভারতীয়দের আত্মসম্মান বোধের কথা তুলে ধরেন ইমরান। একই সঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে খারাপ সম্পর্কের কারণে ইমরান আরএসএসের মতাদর্শ এবং কাশ্মীর সমস্যাকে দায়ী করেন।

ইমরান বলেন, রাশিয়ার বিরুদ্ধে মুখ খুলতে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বহুবার চাপ দিয়েছেন। ভারতের বিরুদ্ধে কিন্তু চোখ রাঙাতে পারেনি! কারণ ভারত একটি সার্বভৌম দেশ।

আরো পড়ুন: মায়াবতীকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে চেয়েছিলাম, UP ভো’ট নিয়ে গো’প’ন ক’থা ফাঁ’স রাহুল গান্ধীর

দেশবাসীকে ভারতের থেকে আত্মসম্মান বোধ শেখার আবেদন জানিয়েছেন তিনি। তিনি আক্ষেপের সুরে বলেন, কাশ্মীর ইস্যু এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শের জন্য ভারতের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক নেই।

শনিবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থাভোট। সেখানে ইমরানের পরাজয় প্রায় নিশ্চিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তার আগে ইমরান বলেন, ভারত এবং পাকিস্তান একইসঙ্গে স্বাধীনতা পেয়েছি।

কিন্তু পাকিস্তানকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করে ছুড়ে ফেলা হয়েছে। নিজের পায়ে দাঁড়ান। স্বাধীনতাকে রক্ষা করুন। যে কোনও উপায়ে বিদেশি সরকারের থেকে দেশকে রক্ষা করতে হবে।