সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মায়াবতীকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করতে চেয়েছিলাম, UP ভো’ট নিয়ে গো’প’ন ক’থা ফাঁ’স রাহুল গান্ধীর

বিহারে রাতারাতি চুরি হল ৬০ ফুটের আস্ত এক ব্রিজ। বিহারের সাসারাম থেকে ৪০ কিলোমিটার দূরে রয়েছে আমিয়াওয়ার গ্রাম। সেখানে আরা-সোনে ক্যানেলের ওপর ছিল ৬০ ফুট ফ্রেমের ৫০ টনের স্টিলের কাজের ৪৫ বছর পুরনো একটি ব্রিজ।

আর চোখে নিমেষে রাতারাতি ব্রিজ হাওয়া। যাঁরা এই চোরেদের কীর্তিকলাপ দেখেছেন, তাঁরা বলছেন, গ্রামে ওই চোর-বাহিনীর কয়েকজন সেচ দফতরের তরফে সরকারি অফিসার সেজে ঢুকে পড়েন।

এরপর বুলডোজার, গ্যাস কাটার দিয়ে গোটা ব্রিজ কেটে ফেলে তা উপড়ে নিয়ে একটি গাড়িতে কাটা অংশগুলি ভরে পালিয়ে যায়।তাজ্জব বানানো এই কাণ্ড দিনের আলোয় সকলের সামনে দিয়ে হয়ে গিয়েছে, অথচ কেউ টেরটি পাননি।সব কিছু ঘটে যাওয়ার পর সংশ্লিষ্ট সরকারি দফতর বিষয়টি টের পায়।

আরো পড়ুন: সন্তানসম্ভবা সোনমের বাড়িতে বি’রা’ট ডা’কা’তি, গায়েব কয়েক কো’টি টা’কা’র জিনিস

সরকারি দফতরের অফিসারদের চোখে যে ধুলো দিয়ে এই ঘটনা ঘটেছে তা বোঝা যায়। এরপর পুলিশ স্টেশনে অভিযোগ জমা হয়েছে, সেচ দফতরের জুনিয়ার ইঞ্জিনিয়ার আরশাদ কামাল সামসি অভিযোগ দায়ের করেন।