সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সামনে বাস দেখতে পেয়ে তে’ড়ে এ’লো গজরাজ, রইলো ভিডিও

বর্তমানে জঙ্গল থেকে রাস্তায় হাতিদের বেরিয়ে আসার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। এর জন্য অনেক সময় দুর্ঘটনারও সম্মুখীন হতে হয় এই বৃহদাকার প্রাণীটিকে। কিছুদিন আগে একটি ট্রেনের সামনেও চলে এসেছিল একটি হাতি। সেদিনও চালক তৎপরতার সঙ্গে জরুরি ব্রেক কষে ট্রেনটি থামালে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

এবার জলপাইগুড়িতে বাস দেখেই তেড়ে এল গজরাজ। আর গজরাজের রুদ্রমূর্তি দেখে আত্মারাম খাঁচা বাসচালক থেকে যাত্রীদের। পরিস্থিতি এমনই যে ভয়ে কাঁপতে-কাঁপতে আসন থেকে পড়েও যান চালক।

আর রাম নাম জপ করছেন যাত্রীরা। জলপাইগুড়ির মালবাজারের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের উপর এমনই হাড়হিম করা অবস্থার সম্মুখীন হয়েছিলেন ডুয়ার্সগামী একটি বাসের যাত্রীরা।

আরো পড়ুন: টয়লেটের অ’র্থ কি? জবাবে যা উত্তর দি’লো ছাত্র, হাসির রো’ল সোশ্যাল মিডিয়া জু’ড়ে

এদিকে মাঝরাস্তায় হাতি দাঁড়িয়ে পড়ায় দু-দিকে সাড় দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক বাস, ছোট গাড়ি। অনেকে আবার গাড়ি থেকে নেমে দূরে দাঁড়িয়ে ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করেন।

শেষ পর্যন্ত অবশ্য কোনও অঘটন ঘটাননি গজরাজ। বাস বা রাস্তায় দাঁড়িয়ে থাকা কারওর উপরই হামলা চালায়নি। একটু ভয় দেখিয়েই আবার দুলকি চালে হেঁটে জঙ্গলে ফিরে যায় হাতিটি।

গোটা ঘটনার ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জানা গিয়েছে, যে বাসটির দিকে হাতিটি তেড়ে আসে, সেই বাসটি শিলিগুড়ি থেকে যাত্রী বোঝাই করে সেবক হয়ে ডুয়ার্স যাচ্ছিল।

শুক্রবার সকালে মালবাজারে মহানন্দা অভয়ারণ্যের সামনে ১০ নম্বর জাতীয় সড়কের উপরই গজরাজের দর্শন হয় ওই বাসের যাত্রী থেকে চালকদের।