সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতের এই গ্রামে কে’উ জুতো প’রে’ন না! কিন্তু কেন?

আজ এই প্রতিবেদনে এমন একটি গ্রামের কথা বলা হচ্ছে যেখানে কেউ পায়ে জুতো পড়ে হাঁটতে পারেন না কারণ সেখানে জুতো পড়া বারণ। এই গ্রামটির নাম হল ভেল্লাগাভী। গ্রামটি অবস্থিত তামিলনাড়ুতে।

যদিও তামিলনাড়ু রাজ্যের মধ্যে থাকলেও বেশ গভীর বনের ভিতর দিয়ে যেতে হয় গ্রামটিতে। প্রায় ১০০ টি পরিবারের বাস রয়েছে এই গ্রামে। ছোট্ট, সুন্দর মনোরম হলেও গ্রামটিতে বেশি পর্যটকের আনাগোনা নেই।

গ্রামটিতে পৌঁছানো বেশ কষ্টের ব্যাপার এমনকি কোনো সহজ সরল পথ নেই এই গ্রামটিতে পৌঁছানোর জন্য। সবথেকে অবাক করা ব্যাপার হল এই গ্রামে বাড়ির থেকে বেশি মন্দির আছে। তিনশো বছরের পুরনো এই গ্রামটি। এই গ্রামে বেশি সংখ্যক মন্দির থাকার জন্য কেউ জুতো পড়ে হাঁটতে পারে না।

আরো পড়ুন: মা’ত্র কয়েক দিনের অপেক্ষা! দ্রুত চা’লু হ’বে দীঘা-কাঁথি “মেরিন ড্রাইভ”

৩০০ বছরের এই পুরোনো গ্রামটিতে প্রবেশ করার পথে বড় বড় একটি বোর্ডে লেখা রয়েছে, “গ্রামে প্রবেশ করার পর আর জুতো ব্যবহার করবেন না।” এখানকার বাসিন্দাদের একটাই কথা যে তারা আরামের থেকে বেশি ইশ্বর সাধনায় লিপ্ত।

এখানে কোন হাসপাতাল, স্কুল কিংবা ভাল রাস্তা নেই। রয়েছে একটি ছোট্ট খাটো দোকান এবং একটি চায়ের দোকান। সেখানকার বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য যেতে হয় পাশের একটি গ্রামে। জানা গেছে, যখন বাইরের কোন মানুষ এই গ্রামটিতে ঘুরতে আসে তখন গ্রামের বাসিন্দারাই তাদের আথিতিয়তা করেন।