Home দেশ বড়ো কর্তা মর্নিং ওয়াক করবেন তাই প্রতিদিন ঘন্টা খানেক রাস্তা ব’ন্ধ থাকে!...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বড়ো কর্তা মর্নিং ওয়াক করবেন তাই প্রতিদিন ঘন্টা খানেক রাস্তা ব’ন্ধ থাকে! যায় না কো’নো গাড়ি

বর্তমান যুগে শরীরকে ফিট এবং ফাইন যদি রাখতে হয় তাহলে অবশ্যই প্রয়োজন প্রত্যেকদিন নিয়মিত করে এক্সারসাইজ করা কারণ বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রা ধরন অনেক বদলেছে, সেইজন্যে শরীর যাতে ক্লান্ত না হয় এবং সেইসঙ্গে যেন সুস্থ এবং সবল থাকে তার জন্যই নিয়মিত ব্যায়াম অথবা মর্নিং ওয়াক অত্যন্তই শরীরের পক্ষে ভালো।

তবে এটা কি জানেন যে প্রত্যেক দিন যদি অঙ্গ-প্রত্যঙ্গ সচল রাখতে চান তাহলে অবশ্যই মর্নিং ওয়াক অত্যন্ত প্রয়োজনীয় একটি ব্যাপার। মর্নিং ওয়াক যেখানে সেখানেই করা যায় চাইলে বাড়ির ছাদে কিংবা পার্কিং প্লটে,কিংবা রাস্তার ধার জুড়ে।

ব্যাপারটা হল যদি কেউ ঘণ্টা ধরে রাস্তায় কিংবা অন্য জায়গায় হাঁটাহাঁটি করেন তবে সেক্ষেত্রে শরীর অত্যন্ত ফিট থাকে। এইরকমই শরীর ফিট এবং ফাইন রাখতে উদ্যত কেরলের পুলিশ কর্তা।

আরো পড়ুন: গ্রহাণুতে লু’কি’য়ে আছে প্রাণ! এক টু’ক’রো পেতে এই দেশে লাইন পড়েছে বিজ্ঞানীদের

কিন্তু এই উদ্যোগে যে বড়োসড়ো সমস্যা হবে জনসাধারণের কাছে সেটাও কাম্য নয়। জানা গেছে যে কেরলের এই পুলিশকর্তা নাকি প্রত্যেকদিন রোডে ব্লগার বসিয়ে এক ঘন্টা ধরে রাস্তায় হাটেন যার ফলে সেই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে।

এমনকি স্কুল বাস থেকে শুরু করে অফিস বাস সমস্ত কিছু বন্ধ। ছোট ছোট গাড়ি কিংবা রিকশায় এগুলো চলে মাঝারি একটি রাস্তা দিয়ে। প্রত্যেক রবিবার ছটা থেকে সাতটা পর্যন্ত এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকে কারণ ছোটরা স্কেটিং এবং সাইকেল চালায়।

রবিবার নয় তার সঙ্গে বাকি দিনগুলোতে একই নিয়ম করেছেন ট্রাফিক পুলিশের এই বড়কর্তা বিনোদ পিল্লাই। জানা গেছে তাঁর বিরুদ্ধে এবার অভিযোগ উঠেছে রাস্তা বন্ধের।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানিয়েছেন যখনই পুলিশ আধিকারিক ওই রাস্তায় মর্নিং ওয়াক করেন তখন থেকে প্রায় এক ঘন্টা বন্ধ রাখা হয় ওই রাস্তাটি,য়ার ফলে অন্যান্য গাড়ি এবং স্কুল বাস গুলি যাতায়াত করতে পারে না। এইরকম একটি ঘটনা প্রকাশ্যে আসার পরেই ওই ট্রাফিক পুলিশের বিরুদ্ধে জারি করা হয়েছে নোটিস।