সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রহাণুতে লু’কি’য়ে আছে প্রাণ! এক টু’ক’রো পেতে এই দেশে লাইন পড়েছে বিজ্ঞানীদের

বর্তমানে পৃথিবীর বৈজ্ঞানিকেরা পৃথিবীর বাইরে মহাকাশে প্রাণের অনুসন্ধান করছেন। মহাকাশের একটি গ্রহাণুর মধ্যে প্রাণের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি করছেন বৈজ্ঞানিকরা। ওই গ্রহাণুর মধ্যে জীবনের উপাদান লুকিয়ে থাকতে পারে। আপাতত ওই গ্রহাণুর টুকরো পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন বৈজ্ঞানিকরা।

পৃথিবী থেকে প্রায় নয়টি দেশ 74 টি নমুনা পাওয়ার জন্য অনুরোধ করেছে। সংগ্রহ করা মোট গ্রহাণু নমুনার 230 মিলিগ্রাম হবে বলে জানানো হয়েছে। জাপানের কাছে সেই প্রস্তাব এসেছে।

সম্প্রতি মহাকাশ থেকে পৃথিবীকে ফিরে এসেছে হায়াবুসা টু নামের একটি মহাকাশযান। সেটি মহাকাশ থেকে গ্রহাণুর উপাদান সংগ্রহ করে নিয়েছে। এই উপাদানের মধ্যে থেকে কুড়িটি অ্যামাইনো এসিড শনাক্ত করেছেন জাপানি গবেষকরা।

আরো পড়ুন: গ্রাহকদের জন্য ভা’লো খবর, RD-তে সুদ বা’ড়া’লো SBI, জানুন বি’শ’দে

এই অ্যামাইনো এসিড কার্যত জীবের বিভিন্ন শারীরিক কার্য সম্পাদন করে। শরীরে শক্তির উৎস হিসেবে ব্যবহার করা হয় এই উপাদান। এর আগেও পৃথিবীতে আছড়ে পড়া বিভিন্ন গ্রহাণু থেকে অ্যামাইনো এসিড শনাক্ত করা হয়েছিল।

বৈজ্ঞানিকরা জানাচ্ছেন গ্রহাণু গুলি সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। গ্রহের তুলনায় অনেক ছোট আকারের হওয়া এই গ্রহাণু সৌরজগতের প্রাচীনতম বস্তু। পৃথিবী কিভাবে গঠিত হয়েছে এবং কীভাবে বিবর্তিত হচ্ছে তার ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে গ্রহাণু সম্পর্কিত গবেষণা। তাই বৈজ্ঞানিকেরা গ্রহাণু নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।