সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভারতে ঢুকলেন এলন মাস্ক, Jio-র থেকেও স’স্তা হবে ইন্টারনেট, কপালে চি’ন্তা’র ভাঁ’জ মুকেশ আম্বানির

ভারতে প্রবেশ করতে চলেছে ইলন মাস্কের কোম্পানি। আগামী বছরেই ইলন মাস্ক ভারতীয় বাজারে তাদের ব্রডব্যান্ড চালু করতে চলেছে বলে জানা যাচ্ছে। আর তা যদি হয় তাহলে ভারতীয় দুই বিনিয়োগকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ইলন মাস্কের কোম্পানি। যদিও এক্ষেত্রে লাভবান হবেন ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীরা।

আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই ভারতের স্পেসএক্সের স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু করতে চলেছে ইলন মাস্ক। কোম্পানির তরফ থেকে একজন শীর্ষ কর্মকর্তা এই কথা ঘোষণা করেছেন। এতে সরাসরি রিলায়েন্স এবং এয়ারটেলের ব্যবসার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে ইলন মাস্কের কোম্পানি।

ইলন মাস্কের স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু হলে তা ভারতে অত্যন্ত কম খরচে ইন্টারনেট পরিষেবা প্রদান করবে। ফলে স্বভাবতই ভারতীয় গ্রাহকেরা ইলন মাস্কের স্যাটেলাইটের প্রতিই ঝুঁকবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ভারত থেকে প্রায় 5000 প্রি অর্ডার পেয়ে গিয়েছেন তারা। যা তাদের ভারতে বিনিয়োগ করতে অনেক বেশি উৎসাহিত করছে।

ভারতে স্টারলিংকের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় ভারগাভ জানিয়েছেন বর্তমানে টার্মিনালের জন্য সরকারের অনুমোদনের অপেক্ষা করছেন তারা। বড় বড় শহর ছাড়াও প্রতিটি গ্রাম অঞ্চলে তারা কাজ করতে চান। সেক্ষেত্রে স্টার লিংকের পরিষেবা বেশি সস্তা হলে গ্রাহক আকৃষ্ট হবেন। এমতাবস্থায় বাজারে টিকে থাকার জন্য রিলায়েন্স এবং এয়ারটেলকেও তাদের ইন্টারনেট পরিষেবা আরো সস্তা করতে হবে।