সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গ্রাহকদের জন্য ভা’লো খবর, RD-তে সুদ বা’ড়া’লো SBI, জানুন বি’শ’দে

এস বি আই গ্রাহকদের জন্য দারুণ এক সুখবর, কারণ রেকারিং একাউন্টএর সুদের হার বৃদ্ধি করেছে এস বি আই। চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত গ্রহন করেছে এস বি আই।

এই রেকারিং একাউন্ট একেবারে ফিক্সড ডিপোজিটের উলটো, যেখানে ফিক্সড ডিপোজিটে একবারে টাকা জমা রাখতে হয় ব্যাঙ্কে। কিন্তু রেকারিং এর ক্ষেত্রে সেটা প্রতি মাসে ধাপে ধাপে টাকা জমা রাখতে হয় ব্যাঙ্কে।

এই একাউন্টে টাকা রাখলে নির্দিষ্ট সময় পর ভালো রিটার্ন পাওয়া যায়। এবার সেই রিটার্নের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে গ্রাহকেরা। গত ১৪ ই জুন এস বি আই সাধারণ গ্রাহক ও প্রবীনদের জন্য এই একাউন্টে সুদের হার বৃদ্ধি করেছে।

আরো পড়ুন: নতুন ভাবে সা’জা’নো হ’লো রাজ্য বিজেপিকে, বড় দা’য়ি’ত্ব পেলেন রুদ্রনীল

সুদের হার নাকি ২০ বেসিস পয়েন্টে বৃদ্ধি করেছে। এস বি আই এর আর ডি তে ১ বছর থেকে ১০ বছরের সুদের হার করেছে ৪.৩০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ। তবে সাধারণ গ্রাহকদের জন্য সুদের পরিমাণ প্রবীণদের জন্য একটু হলেও বেশী।

এস বি আই রেকারিং একাউন্টে আপনি প্রতি মাসে ১০০ টাকা করেও বিনিয়োগ করতে পারবেন। ১০০ নূন্যতম, এর গুণিতক হারেও পারবেন টাকা জমা রাখতে। রেকারিং একাউন্টে ১ বছর থেকে ১০ বছরের জন্য টাকা জমা রাখতে পারবেন।

তবে হ্যা এটা আমাদের মাথায় রাখতে হবে যে, নির্দিষ্ট সময় মতো আপনি যদি টাকা না জমা করেন, তাহলে আইন পর্যন্ত হতে পারে। এতে রয়েছে ওভার ড্রাফট ও লোনের সুবিধাও।