সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক কেজি আমের দা’ম মাত্র ৩ টা’কা! দেদার বিক্রি

বাংলাদেশের ‘আমের রাজধানী’ বলে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে। সেখানে এক কেজি আমের দাম মাত্র তিন টাকা। সেখানে আম বিক্রি হচ্ছে মাত্র তিন টাকা থেকে পাঁচ টাকা কেজি দরে। কারণ চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ গোমস্তাপুর এলাকায় সোমবার মধ্যরাতে ঝড়-বৃষ্টিতে অনেক বাগানের আম মাটিতে পড়ে গিয়েছে।

ঢাকায় সেই আম এখন কম দামে কিনে পাঠানো হচ্ছে। তবে, ঝড়ে যে আম পড়ে গিয়েছে তার সিংহভাগই অপরিপক্ব। ছোট ও মাঝারি সাইজের ওই কাঁচা আম বিক্রি হচ্ছে ১১০-২০০ টাকা মণ দরে।

সেখানে এত আম ঝরে পড়েছে যে গ্রামের নারী-পুরুষ ও কিশোর-কিশোরীরা প্রচুর পরিমাণে আম কুড়িয়ে রেখেছেন। তাঁদের কাছেও আম পাইকারি ব্যবসায়ীরা কিনে আড়তে নিয়ে যাচ্ছেন। তার পরে, বস্তা ভর্তি করে সেই আম চলে যাচ্ছে ঢাকা ও অন্যান্য এলাকায়।

আরো পড়ুন: বিমানবন্দর থেকে এই জিনিসগুলো বিনামূল্যে বাড়ি নি’য়ে আসা যা’য়

ওই এলাকার আমচাষি ও ব্যবসায়ীরা জানায়, সোমবার মাঝরাতে সেখানে কালবৈশাখী বৃষ্টি হয়। সেই সময় গাছ থেকে অনেক কাঁচা আম ঝরে পড়ে। আমের জাত জাতভেদে একেক রকম দামে বিক্রি হচ্ছে। ফজলি আম ৫ টাকা কেজি দরে ও অন্যান্য গুটি জাতের আম বিক্রি হয় ৩-৪ টাকা কেজি দরে।

ওই এলাকার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরের আমচাষি আল আমিন জানান, তাঁর জমিতে আশ্বিনা, ফজলি, ক্ষিরসাপাত, লক্ষণভোগ জাতের আম হয়। সোমবার রাতের ঝড়বৃষ্টিতে অনেক আম পড়ে নষ্ট হয়। সেই আম গ্রামের অনেকেই কুড়িয়ে ৩-৫ টাকা কেজি দরে বিক্রি করেছে।