সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁ’ছা’লে’ন পি ভি সিন্ধু, বা’ড়া’লে’ন দেশের প্র’ত্যা’শা

পিভি সিন্ধু রিও অলিম্পিক্সে রুপো জিতে দেশের প্রত্যাশা বাড়িয়েছেন। সেই প্রত্যাশার চাপ সামলে এবার দেশবাসীকে টোকিও অলিম্পিক্স থেকে পদক এনে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছেন পুসারলা।

পিভি সিন্ধু টোকিওর কোয়ার্টার ফাইনালে নিজের থেকে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা জাপানি শাটলার আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেন । স্ট্রেট গেমে ম্যাচ জিতে পিভি জায়গা করে নেন ওমেনস সিঙ্গলসের সেমিফাইনালে।

শেষ আটের হার্ডল টপকাতে টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই সিন্ধুকে সাকুল্যে ঘাম ঝরাতে হয় ৫৬ মিনিট। মাত্র ২৩ মিনিটেই প্রথম গেম ২১-১৩ ব্যবধানে জিতে নেন সিন্ধু। তবে দ্বিতীয় গেমে সিন্ধুকে কড়া টক্কর দেন ইয়ামাগুচি। যদিও শেষমেশ সিন্ধু ৩৩ মিনিটে দ্বিতীয় গেম জিতে নেন ২২-২০ ব্যবধানে।

দ্বিতীয় গেমে সিন্ধু একসময় ১২-৬ ব্যবধানে লিড নিয়েছিলেন। সেখান থেক কামব্যাক করে ইয়ামাগুচি ১৫-১৫ পয়েন্টে গেম সমতায় ফেরান।

বরং সিন্ধুকে টপকে গিয়ে একসময় ১৮-২০ গেম পয়েন্টে দাঁড়িয়ে যান জাপানি শাটলার। দু’টি গেম পয়েন্ট বাঁচিয়ে সিন্ধুই শেষ হাসি হাসেন। উল্লেখ্য, বিশ্বের পাঁচ নম্বর তারকা ইয়ামাগুচি অলিম্পিক্সে চতুর্থ বাছাইয়ের মর্যাদা পেয়েছিলেন।