সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সমুদ্রের ত’লা’য় উড়ছে জাতীয় পতাকা! কোস্ট গার্ডের ভিডিও ভাইরাল

গোটা দেশে ২০কোটি ঘরে ১০০ কোটি মানুষ স্বাধীনতার ৭৫তম বার্ষিকীতে জাতীয় পতাকা ওড়াবেন। ইতিমধ্যেই এমনই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচীকে সামনে রেখে ভারতীয় নৌসেনার তরফে জলের তলায় উড়িয়ে রাখা হল জাতীয় পতাকা।

ভারতীয় উপকূল  রক্ষীর বাহিনীর তরফে জানান হয়েছে, মানুষের মধ্যে দেশপ্রেমকে জাগিয়ে তুলতেই এমন এক কর্মসূচীর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২২ জুলাই হর ঘর তিরঙ্গা প্রচারাভিযান শুরু করেন।

কেন্দ্র সরকার ইতিমধ্যেই স্বাধীনতার ৭৫ তম বার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলনের নিয়মে বড়সড় রদবদল এনেছে । দিনে রাতে সর্বক্ষণ উত্তোলন করা যাবে জাতীয় পতাকা।

আরো পড়ুন: এবছর কালী পুজোর দিন সূর্যগ্রহণ, বিশেষ যো’গ রয়েছে এই দিনটিতে

১৩ থেকে ১৫ আগস্ট সারা দেশে পতাকা উত্তোলন করা হবে। তিন দিনব্যাপী জনগণ নিজ নিজ বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করবেন।


পাশাপাশি, অফিস কাছারি সহ সরকারি ভবনের উপরেও উত্তোলন করা হবে জাতীয় পতাকা। এই উদ্যোগের পিছনের ভাবনা হল জনগণের হৃদয়ে দেশপ্রেমের অনুভূতি তৈরি করা।