Home লাইফস্টাইল এবছর কালী পুজোর দিন সূর্যগ্রহণ, বিশেষ যো’গ রয়েছে এই দিনটিতে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবছর কালী পুজোর দিন সূর্যগ্রহণ, বিশেষ যো’গ রয়েছে এই দিনটিতে

আর কয়েকটা মাস তারপর এই বাঙালির উৎসব দুর্গাপূজার আগমন। দুর্গাপূজার ১৫ দিনের মাথায় হতে চলেছে কালীপুজো। চলতি বছরে দীপাবলি কালী পুজোর দিন পড়েছে ২৪ শে অক্টোবর, তবে এবারের কালী পুজোয় দীপাবলীর দিনটি হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ কারণ, এই কালীপুজোর দিন এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে।

স্বাভাবিকভাবেই অমাবস্যাতে হয়ে থাকে এবং কালীপুজো অমাবস্যাতেই হয়। কালীপুজো অমাবস্যায় সূর্য গ্রহণের যোগ তৈরি হয়েছে। চলতি বছরের ২৫ শে অক্টোবর এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ।

দীপাবলি এবং কালীপুজোর দিন যে সূর্য গ্রহণ হবে তার সময় চলবে ৪ ঘন্টা ৩ মিনিট ধরে। ভারতবর্ষ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সূতোকাল শুরু হবে গ্রহণের ১২ ঘণ্টা আগে অর্থাৎ ২৪ শে অক্টোবর বেলা ২.৩০ মিনিটে।

আরো পড়ুন: বিশ্বের কঠিনতম মহিলা সিরিয়াল কি’লা’র! খু’ন করেছেন ৬৫০ টি

একই দিনে পড়েছে কালীপুজো সূর্য গ্রহণ এবং অমাবস্যা। এই দিনটি তন্ত্রসাধনার জন্য অতি উত্তম হতে চলেছে। মহানিশীথকাল থাকবে ২৪ শে অক্টোবর ১০.৫৫ থেকে ২৫ শে অক্টোবর বেলা ১:৫৩ পর্যন্ত।

হিন্দু ধর্মীয় শাস্ত্র মতে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তন্ত্র সাধনা এবং সিদ্ধি লাভের জন্য মনে করা হয়েছে। এই রাতে যদি সারারাত জেগে মা লক্ষ্মীর মন্ত্রোচ্চারণ করা হয় তবে সেটি অত্যন্ত শুভ ফল দান করেন।

চলতি বছরে অনুষ্ঠিত হতে চলেছে মোট চারটি গ্রহণ। প্রথম গ্রহণ ছিল এপ্রিল মাসের ৩০ তারিখ, দ্বিতীয় গ্রহণ মে মাসের ১৫ তারিখ ছিল। তৃতীয় সূর্যগ্রহণ হতে চলেছে ২৫শে অক্টোবর এবং চতুর্থ হলো ৭ই নভেম্বর।