সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: বিশ্বের ন’ম’নী’য় নারী, ব্যাগের ম’ধ্যে নি’জে’কে ভাঁ’জ করে ঢুকিয়ে নিলেন, দেখুন ভিডিও

বিশ্বের সবথেকে নমনীয় নারী ইনি। নিজেকে ভাঁজ করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন এই নারী। অনেকেরই অনেক ধরণের শখ থাকে, আর নিজের শখ পূরণের জন্য তারা যেকোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন তারা। অনেকসময় যা সাধারণ মানুষের ভাবনার ও বাইরে হয়ে যায়।

Russian most flexible woman - Julia Guntel

জালাটা ওরফে জুলিয়া গুনথেল বিশ্বের সবথেকে ফ্লেক্সিবল বা নমনীয় নারী মনে করা হয়। তার শরীর যেন রাবারের। নিজেকে যেমন ইচ্ছা ভাঁজ করে নিতে পারেন তিনি। প্রয়োজনে নিজেকে ভাঁজ করে একটি ব্যাগের মধ্যেও ঢুকিয়ে নিতে পারেন তিনি। কনটর্শনিস্ট অথবা বিভঙ্গ বিনোদন হিসেবেই জনপ্রিয়তা পেয়েছেন জালাটা।

Meet Julia Gunthel: The Most Flexible Woman On Earth – Sick Chirpse

তবে তার এই রেকর্ড আজ অবধি কেউ ভেঙে দেখাতে পারেনি। জালাটার জন্ম কাজাকাস্তানে। কিন্তু তার বেড়ে ওঠা থেকে কেরিয়ার সমস্তটাই জার্মানিতে কেটেছে। তার বয়স এখন ৩১ বছর। মাত্র ৪ বছর বয়সেই তার শরীরের বিস্ময়কর নমনীয়তা আবিষ্কার করেন স্কুলের শিক্ষিকা। এরপর ৮ বছর বয়সেই সার্কাসে যোগ দেন তিনি, ১০ বছর বয়স থেকে পেশাদার কনটর্শনিস্ট হয়ে ওঠেন জালাটা।

সেই থেকে এখনও পর্যন্ত বিনোদনই তার পেশা। তার শরীরের এই ফ্লেক্সিবিলিটি এবং নমনীয়তা দেখে তাজ্জব বনে গিয়েছে গোটা বিশ্বই। তার শরীরের নমনীয়তা নিয়ে তৈরি হয়েছে ডিসকভারি টিভি সিরিজও। তার শরীর পরীক্ষা করে চিকিৎসকরা জানিয়েছেন জালাটার শরীরের লিগামেন্ট শিশুদের শরীরের মতোই নমনীয়।

Beauty will save the world

জালাটা পারফর্মিং আর্ট, মডেলিং, অভিনয়, ম্যাগাজিন শুট করেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে স্টেজ শোও করেন নমনীয় এই নারী। নিজের শরীরের বিভঙ্গের চাপে ৩টি বেলুন ফাটিয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করেন জলাটা।