সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলে থা’কা বন্দিদের মু’ক্তি দে’বে মোদি সরকার, জানুন কা’রা কা’রা ছা’ড়া পাচ্ছেন

স্বাধীনতার ৭৫ বছরে মোদী সরকারের তরফ থেকে এক বড় সিদ্ধান্ত। যা এই আজাদি কি অমৃত মহোৎসবে হতে চলেছে। শোনা যাচ্ছে কিছু কিছু বন্দীদের এবার মুক্তি দেওয়া হবে। যার জন্য পরিকল্পনা চলছে, তবে সেটা তিনটি পর্যায়ে দেওয়া হবে।

১৫ আগষ্ট,২০২২ , ২৬ জানুয়ারি, ২০২৩ ১৫ ই আগষ্ট,২০২৩ । তবে যাকে তাকে ছাড়া হবে না, সংশোধনাগারে যে সমস্ত বন্দি ভালো আচরণ, শৃঙ্খলাপরায়ণ ভাবে জীবনযাপন করবে তাদের এই সুযোগ দেওয়া হবে।

সমস্ত কিছুর ওপরে বিচার করেই এই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। তবে যারা একেবারে ঘৃণ্য অপরাধ করেছে তাদের মুক্তি দেওয়া হবে না।

আরো পড়ুন: এই নির্দিষ্ট দূ’র’ত্বে স’ব টোলপ্লাজা বন্ধ হবে, আধার কা’র্ডে মি’ল’বে ফ্রি পাস: নীতিন গড়করি

কোন কোন ক্ষেত্রে তাদের ছাড় দেওয়া হবে সেটা জেনে নেওয়া যাক।

৭০ শতাংশ প্রতিবন্ধী যারা সাজার ৫০ শতাংশ খেটে ফেলেছেন।

৫০ বছর বয়সী বা তার উপরে বয়স এমন মহিলা বন্দি যারা সাজার ৫০ শতাংশ খেটে ফেলেছেন।

জরিমানা দিতে না পারার কারনে যারা এখনও জেলে বন্দি রয়েছেন।

রূপান্তরকামী বন্দি যারা ৫০ বছর বয়সী বা তার উপরে বয়স। যাদের ৫০ শতাংশ সাজা খেটে ফেলেছেন।

১৮-২১ বছর বয়সের মধ্যে যারা অপরাধ করেছিলেন ও এখনও পর্যন্ত ৫০ শতাংশ সাজা খেটে ফেলেছিলেন।