সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই নির্দিষ্ট দূ’র’ত্বে স’ব টোলপ্লাজা বন্ধ হবে, আধার কা’র্ডে মি’ল’বে ফ্রি পাস: নীতিন গড়করি

জাতীয় সড়ক পথে টোল প্লাজা নিয়ে এক বড় ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি।জাতীয় সড়কপথ দিয়ে যাচ্ছেন আর মাঝে মাঝেই টোল প্লাজা , যার কারণে নষ্ট হচ্ছে সময়। তার সাথে খসছে পকেটের টাকা। তাই এবার এই টোল প্লাজা নিয়ে এক বড় ঘোষণা করলেন তিনি।

৩ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে সমস্ত বেআইনি টোল প্লাজা। নিতিন গডকরি জানায়, ৬০ কিমির মধ্যে থাকবে না দুটি টোল প্লাজা। এই নিয়মে এবার বদল ঘটানো হবে।

গতকাল মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, আমি কথা দিচ্ছি আগামী ৩ মাসের মধ্যে এই বেআইনি টোল প্লাজা বন্ধ হয়ে যাবে।

আরো পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির একটি ঘোষণায় আনন্দ ধ’রে রা’খ’তে পারছেন না গাড়ি চালকরা

৬০ কিমির মধ্যে কেবল একটি টোল প্লাজাই রাখা হবে। এখানেই শেষ নয়, আধার কার্ডের মাধ্যমে টোল পাস দেওয়ার কথা বলেন মন্ত্রী।দেখা যায় দেশের অনেক এলাকায় যাওয়ার জন্য টোল ট্যাক্স দিতে হয়। তবে এর সমাধান করেছেন নিতিন গডকরি।

তিনি বলেন, আধার কার্ডের মাধ্যমে টোল প্লাজার স্হানীয়দের ছাড় দেওয় হবে।ইতিমধ্যেই গ্রামের মাঝ দিয়ে চলে গেছে জাতীয় সড়ক , তাই সবার কথা ভেবেই এই সমস্যার সমাধান করেছেন তিনি।

এদিকে সুরক্ষা নিয়েও কথা বলেছেন তিনি, তিনি বলেন চারচাকার গাড়িতে ৬ টি এয়ার ব্যাগ বাধ্যতামূলক। সবার আগে সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা জরুরি।সেজন্য সরকার ইতিমধ্যেই এই নিয়ম করেছে।

গোটা বিশ্বের মধ্যে ১১% মানুষ রোড এক্সিডেন্টের শিকার হয়, যার কারণেই মৃত্যুর সংখ্যা ১.৫ লক্ষের কাছাকাছি। এই সংখ্যাকে কমিয়ে আনার জন্য ইতিমধ্যেই কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে কেন্দ্র।