সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সবথেকে বড়ো বি’প’র্য’য় মণিপুরে, ধসে মৃ’ত্যু এখনো পর্যন্ত ৮১ জনের, বাড়তে পারে মৃ’তে’র সংখ্যা!

মণিপুরবাসী এরকম ধস আগে কখনো দেখেনি। কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে মণিপুরের ভয়াবহ ভূমিধসে, এখনও নিখোঁজ প্রায় ৫৫ জন।

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং বিপর্যয়স্থল পরিদর্শন করতে গিয়ে এমনটাই জানিয়েছেন। তিনি জানান, ধসের জেরে ধুয়ে আসা কাদা-মাটির নীচে চাপা পড়েই প্রাণ হারিয়েছেন বিপুল সংখ্যক মানুষ।

তাদের দেহ উদ্ধার করতে আরও ২-৩ দিন সময় লেগে যাবে বলেই জানান তিনি। মণিপুরের ননে জেলার টুপুল রেলইয়ার্ডে লাগাতার বৃষ্টির জেরে বুধবার রাতে ভয়াবহ ধস নেমেছিল।

আরো পড়ুন: প্রতিদিন স্নান করলে ইমিউনিটির উপর কতটা প্র’ভা’ব পড়ে? শাওয়ারের নীচে কতক্ষন মা’থা দি’য়ে থাকবেন?

সেই সময় রেললাইন পাতার কাজ চলছিল। ধসের পাথর, কাদামাটিতেই ভেসে যান শ্রমিক, সেনাবাহিনীর জওয়ানরা। ভেসে গিয়েছে সেনার ক্যাম্প সহ একাধিক ঘরবাড়িও।

প্রথমে ৮ জনের দেহ উদ্ধার করা হয়েছিল। পরে রাতে জানানো হয়, ভয়ঙ্কর ওই ভূমিধসে এখনও অবধি ২০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে ৬০ জন নিখোঁজ রয়েছেন।