সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুধু সিনেমা নয় আ’রো বেশ কয়েকটি ব্যবসায় টা’কা লা’গি’য়ে ইনকাম করেন অক্ষয় কুমার

বলিউডের যত বড় বড় অভিনেতা ও অভিনেত্রীরা রয়েছেন তারা তাদের অভিনয় জীবনে যা উপার্জন করেন সেই টাকা দিয়ে অন্য অনেকরকম ব্যাবসার চেষ্টা করেন করে নিজেদের আয় আরো বাড়িয়ে থাকেন। আর সেই সকম অভিনেতাদের মধ্যে একজন হলেন অক্ষয় কুমার। নিজের আয়কে বিভিন্ন ভাবে তিনি বাড়িয়েছেন। তার আয় বাড়ার ৬ টি উৎসর কথা আজ আলোচনা করবো।

১. গ্রেজিং গোট পিকচার্স প্রোডাকশন হাউস: অক্ষয় কুমার এবং অশ্বিনী ইয়ার্দি মিলে ছবি এবং টেলিভিশনের বিভিন্ন শো প্রযোজনা করার জন্য এই প্রযোজনা সংস্থাটি ২০১১ সালে চালু করেন। এই সংস্থা থেকে নির্মিত প্রথম ছবি ছিল ‘ও এম জি – ওহ মাই গড’। এই সংস্থা থেকে ৫ টি ছবি এবং একটি টিভি সিরিয়াল নির্মাণ করা হয়েছে। ‘জামাই রাজা’ সিরিয়ালটি এই প্রযোজনা সংস্থা থেকেই বানানো হয়।

২. বিশ্ব কাবাডি লিগ: অক্ষয় কুমার স্বাস্থ্য সম্পর্কে বরাবর সচেতন। তাকে বলিউডের ‘মিস্টার ফিট’ বলা হয়। অভিনয়ের পাশাপাশি খেলাধুলা এবং শরীরচর্চার প্রতিও গুরুত্ব দেন তিনি। তিনি একটি ক্রীড়া সংস্থা ওয়ার্ল্ড কাবাডি লিগের মালিক।

৩. FAU-G ব্যাটেল রয়্যাল গেম: চলচিত্র জগৎ ছাড়াও অক্ষয় কুমার জনপ্রিয় অনলাইন ব্যাটেল রয়্যাল গেম FAU-G থেকে মোটা অংকের অর্থ উপার্জন করেন। ইন্দোচীন সীমান্ত উত্তেজনা সময় ভারতে PUBG ব্যান হয়ে যায়। সেই সময় অক্ষয় কুমার এই অনলাইন গেম চালু করার কথা ঘোষণা করেন। এই অ্যাপ্লিকেশন থেকে যতটা উপার্জন হয় তার থেকে ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে দান করেন অক্ষয় কুমার।

আরো খবর: আরো একটি বন্দে ভারত এক্সপ্রেস পে’তে চলেছে উত্তরবঙ্গ! চলবে এনজেপি থেকে গুয়াহাটি!

৪. হরি ওম এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউজ: অক্ষয় কুমার অভিনয় করার পাশাপাশি একজন প্রযোজক। ২০০৮ সালে তিনি তার বাবার নামে একটি প্রোডাকশন হাউজ খুলেছিলেন। এই হাউস থেকেই ‘সিং ইস কিং’, ‘হলিডে : অ্যা সোলজার নেভার অফ ডিউটি’, ‘এয়ারলিফট’, ‘রুস্তম’, ‘প্যাডম্যান’ এর মত ছবিগুলি নির্মাণ করা হয়েছিল।

৫. বেস্ট ডিল টিভি: এটি একটি হিন্দি হোম শপিং টেলিভিশন চ্যানেল। অক্ষয় কুমার এবং রাজ কুন্দ্রা সম্মিলিতভাবে এর মালিকানায় রয়েছেন। ২০১৫ সালের মার্চ মাসে এই চ্যানেলটি চালু করা হয়েছিল। ফ্রি টু এয়ার এবং সমস্ত প্রধান কেবল ও DTH প্লাটফর্মেই এই শপিং চ্যানেলটি পাওয়া যায়।

৬. নারীর আত্মরক্ষার প্রতিষ্ঠাতা: অক্ষয় কুমার ক্যারাটেতে ব্ল্যাকবেল্ট পেয়েছেন। তিনি দেশের মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণের জন্য মুম্বাইতে একটি মহিলা আত্মরক্ষা কেন্দ্র চালু করেছেন। যেকোনও বয়সের মহিলাদের বিনামূল্যে আত্মরক্ষার প্রশিক্ষণ দেয় এই সংস্থা।