Home রাজ্য বাংলায় আ’রো একটি রাজনৈতিক দ’ল জ’ন্ম নেওয়ার দোরগোড়ায়! টা’ন’টা’ন উ’ত্তে’জ’না

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় আ’রো একটি রাজনৈতিক দ’ল জ’ন্ম নেওয়ার দোরগোড়ায়! টা’ন’টা’ন উ’ত্তে’জ’না

পাহাড়ে জন্ম নিল আরও একটি নতুন দল। অনিত থাপার নেতৃত্বে পাহাড়ে খুব শীঘ্রই একটি নতুন আঞ্চলিক দলের ঘোষণা হতে চলেছে। যার ফলে অনীতকে ছেড়ে বেড়িয়ে আসা বিনয় তামাংয়ের কাছে এক নতুন চ্যালেঞ্জ তৈরি হতে চলেছে। রাজনীতিতে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চ্যালেঞ্জ। গত ১৫ই জুলাই মোর্চা ছেড়ে বেড়িয়ে এসেছিলেন বিনয় তামাং। জানিয়েছিলেন, রাজনীতি তিনি ছাড়বেন না। রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু করবেন।

রাজনৈতিক জীবনের তৃতীয় ইনিংস শুরু করার জন্য বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকও করে ফেলেছিলেন তিনি। নিজের অনুরাগীদের ধরে রাখার জন্য এখন পাহাড় থেকে ডুয়ার্স ছুটে বেড়াচ্ছেন বিনয় তামাং। জল ছাড়ার পর থেকে বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠকের আগে পর্যন্ত নিজেকে ঘরবন্দি রেখেছিলেন তিনি। তবে বৈঠকের পর পরই জোরকদমে রাজনৈতিক কার্যকলাপ শুরু করে দিয়েছেন তিনি।

এদিকে আবার অন্যান্য বিভিন্ন দল থেকে অনেক থাপার দলে ইতিমধ্যেই যোগদান করতে শুরু করেছেন অনেকে। কাজেই এখন আর ঘরবন্দি থাকলে চলবে না। ডুয়ার্সে বৈঠকের পর বিনয় তামাং সরাসরি চলে গিয়েছেন দার্জিলিংয়ের বিজনবাড়িতে। কেন তিনি দল ছেড়ে বেরিয়ে এসেছেন, সে কথা তিনি তার অনুগামীদের বুঝিয়েছেন। আবার আগামী দিনেও যে তিনি রাজনৈতিক শিবিরে ফিরতে চলেছেন, সে কথাও স্পষ্ট করেছেন।

এদিকে অনীত থাপাও পাহাড়ে জোরকদমে প্রচার শুরু করেছেন। যে সকল কর্মী সমর্থকরা গুরুংয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তাদের নিজের দলের অন্তর্ভুক্ত করাই একমাত্র লক্ষ্য অনীত থাপার। বিমল গুরুং এই মুহূর্তে পাহাড়ের জমি পুনরুদ্ধারের কাজে ব্যস্ত। কালিম্পংয়ের কোলাখাম সহ বেশ কয়েকটি এলাকায় কর্মীসভা করে জনসংযোগ সেরে ফেলেছেন তিনি। অতএব পাহাড়ে রাজনৈতিক পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে উঠছে।