সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই মুহূর্তে ব’ড়ো খবর, মারিউপোল এখন স্বাধীন, বি’রা’ট ঘো’ষ’ণা পুতিনের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি মন্তব্য প্রকাশ্যে এনেছে এএফপি। যেখানে পুতিন বলেছেন, মারিউপোলকে সফল ভাবে মুক্ত করতে পেরে তিনি গর্বিত।

ইউক্রেনের এই শহরে একটি ইস্পাত কারখানা রয়েছে। পুতিন তাঁর বাহিনীকে নির্দেশ দিয়েছেন, তারা যেন ওই ইস্পাত কারখানাটি ধ্বংস করার বদলে দখল করে।

তবে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মারিউপোলে এখন আজভস্টাল লৌহ ও ইস্পাত কেন্দ্র এবং বন্দর দখলের লড়াই চলছে। শহরটিতে লড়াই চালাচ্ছে ইউক্রেনের ৩৬ মেরিন ব্রিগেড।

আরো পড়ুন: বিজেপিতে মহাবিদ্রোহ! সুকান্ত-দিলীপ দ্বন্দ্ব প্র’কা’শ্যে

তবে, ইউক্রেনের অনেক সৈনিকের গলায় শোনা গিয়েছে আক্ষেপের সুর। তাঁদের অভিযোগ, অস্ত্র ও রশদ পাঠানোর কোনও ব্যবস্থা করছেন না ফৌজের কর্তারা। ইউক্রেনের বন্দর শহর বলে পরিচিত মারিউপোল।

এই বন্দর শহর দখল হওয়ার ফলে ২০১৪ সাল থেকে ‘স্বাধীন’ ক্রাইমিয়া যাওয়ার পথ প্রশস্ত হল রুশ বাহিনী এবং তাদের সহযোগীদের। মারিউপোলের দখল পেতে প্রায় দু’মাস চেষ্টা চালিয়েছে রুশ বাহিনী।

কিন্তু তা নিজেদের দখলে রাখতে চেয়ে বুধবার পর্যন্ত প্রাণপণ লড়েছে ইউক্রেনের সেনাও। অনেক মানুষ প্রাণ হারিয়েছে। শেষমেশ পুতিন ঘোষণা করে দিলেন, মারিউপোল ‘স্বাধীন’।