সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

LPG সিলিন্ডার মা’ত্র ৬৩৪ টা’কা! আজই নি’য়ে আসুন বাড়িতে

দিনের পর দিন রান্নার গ্যাসের দাম যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মধ্যবিত্তের হেঁসেলে চলে আসছে টান, শুধুমাত্র যে গ্যাসের দাম বেড়ে চলেছে তা নয় দিন দিন যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাতে এক প্রকার টেনেটুনে দিন চালাতে হচ্ছে মধ্যবিত্তদের। এই রকম কঠিন পরিস্থিতিতে একটি সুখবর শোনা গেল যেখানে খুব সস্তা এবং খুব সহজেই এলপিজি সিলিন্ডার বাড়িতে নিয়ে আসার ব্যাপার।

৬৩৪ টাকাতেই পাওয়া যাবে একটি এলপিজি সিলিন্ডার। এই ব্যাপারটি অবিশ্বাস্য মনে হয়ে থাকলেও বাস্তবে এটাই সত্যি। গ্রাহকদের জন্য এবার এসে গেল কম্পোজিট সিলিন্ডার অর্থাৎ নতুন এক ধরনের সিলিন্ডার অন্যান্য সিলিন্ডারের থেকে অনেকটাই হালকা। এই গ্যাস সিলিন্ডারটিতে পাওয়া যাবে অনেক সুবিধা, এই সিলিন্ডারটি যেমন হালকা তেমনি এই সিলিন্ডারের মরচে পড়ে না।

गैस कंपनियां नया कंपोजिट एलपीजी सिलेंडर केवल 700 रुपये में मिलेगा?

সিলিন্ডারের দাম ৬৩৪ টাকা এবং এর ওজন ১৫ কেজি। মোট গ্যাস থাকে ১০ কেজি। এই সিলিন্ডারের ওজন কম হওয়ার জন্য এটি ব্যবহার করতেও অনেক সুবিধা। যেসমস্ত পরিবারে লোকজন কম রয়েছে সেখানে এ ধরনের সিলিন্ডার সবথেকে বেশি কার্যকরী। এই ধরনের সিলিন্ডার অনেকটাই নিরাপদ। এই সিলিন্ডারে যদি আগুন লেগে যায় তবে সেটি কোন রকম বিস্ফোরণে জায়গায় যাবে না শুধুমাত্র গলে যাবে। বর্তমানে ২৮ টি শহরে এই সিলিন্ডার পাওয়া যাচ্ছে এবং এটি জানা গেছে ইন্ডিয়ান অয়েল এর খবর সূত্রে।

এই সিলিন্ডার এর এখন দাম ৬৩৪ টাকা, কলকাতায় এটি বিক্রি হচ্ছে ৬৫২ টাকায় বিক্রি হচ্ছে, চেন্নাইতে ৬৪৫, পাটনায় ৬৯৭ এবং গোরক্ষপুরে ৬৭৭, ইন্দরে ৬৫৩, ভোপালে ৬৩৮ টাকাতে বিক্রি হচ্ছে।