সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপিতে মহাবিদ্রোহ! সুকান্ত-দিলীপ দ্বন্দ্ব প্র’কা’শ্যে

বিজেপিতে মহাবিদ্রোহ। এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কে নিশানা করলেন দিলীপ ঘোষ। পশ্চিমবঙ্গে একের পর এক নির্বাচনে বিজেপির হারের প্রেক্ষিতে; দলের সর্বভারতীয় সভাপতি বলেন, সুকান্ত সবে দায়িত্ব পেয়েছে, অভিজ্ঞতা কম।

যারা এতদিন ধরে বিজেপির হয়ে লড়াই করেছেন, তাদের গুরুত্ব দেওয়া উচিত। তার বক্তব্য, যোগ্য লোকদের বসিয়ে রাখলে ফলাফল খারাপ হবেই।

প্রসঙ্গত, দুই উপনির্বাচনের ফল প্রকাশের পরই রাজ্য বিজেপির নেতৃত্বে ক্রমশঃ স্পষ্ট হচ্ছিল অন্তর্দ্বন্দ্ব। সৌমিত্র খাঁ-সহ দলের বহু নেতা রাজ্য বিজেপি নেতৃত্বের পরিচালন ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন।

আরো পড়ুন: গত ৫ বছরে কলকাতায় বি’শা’ল সাম্রাজ্য গ’ড়ে তুলেছিলেন লিজা, কেউই কি টে’র পা’য়’নি?

অনুপমের অভিযোগ সেই চলতি ধারায় সাম্প্রতিক সংযোজন। রবিবারই বিজেপির রাজ্য কমিটির সম্পাদক পদ ছাড়ার কথা জানিয়ে রাজ্য নেতৃত্বের কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন বিজেপির মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ।

ইস্তফার সিদ্ধান্ত জানিয়েছেন বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র, মুর্শিদাবাদের দুই নেতা বাণী গঙ্গোপাধ্যায় এবং দীপঙ্কর চৌধুরীও। এমনকি বিজেপির নদিয়া জেলার ১০ নেতাও বিভিন্ন পদ ছাড়ার কথা জানিয়ে চিঠি দিয়েছেন রাজ্য নেতৃত্বকে। এই প্রসঙ্গ তুলেই রাজ্য নেতৃত্বের দিকে আঙুল তোলেন অনুপম।