সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই ছবিতে থা’কা ব্যক্তি আসলে কে? বি’ভ্রা’ন্তি ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে!

বিশিষ্ট পুরস্কারজয়ী আমেরিকান ফটোগ্রাফার স্টিভ ম্যাককারির সম্প্রতি একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ছবিটি কার্যত নেটিজেনদের বিভ্রান্ত করে দিচ্ছে।

ছবিটি আসলে তার একটি পুরনো ছবি যা নেটিজেনদের চমকে দিয়েছে। ছবি থাকা এই ব্যক্তিকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।

নেটিজেনদের একাংশের দাবি এই ছবিতে রয়েছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চনের চেহারার অদ্ভুত মিল লক্ষ্য করা যাচ্ছে ছবিতে থাকা ব্যক্তির সঙ্গে।

আরো পড়ুন: আপনার বাড়ির 5 স্টার এসি বদলে যা’বে 4 স্টারে, ১ জুলাই থেকে হ’বে কার্যকর

2017 সালে যখন প্রথমবার ছবিটি প্রকাশ এসেছিল তখন অনেকেই দাবি করেছিলেন এই ছবিটি আসলে অমিতাভ বচ্চনের। আফগান লুকে বচ্চনের ছবি রীতিমতো শোরগোল ফেলে দেয় চারিদিকে।

 

View this post on Instagram

 

A post shared by Steve McCurry (@stevemccurryofficial)

2018 সালে আবার একবার এই ছবিটি ভাইরাল হয়। যা দেখে অনেকে মনে করেছিলেন ছবিটি আসলে থাগস অফ হিন্দুস্তান ছবিতে অমিতাভ বচ্চনের লুক। পরে বোঝা যায় ছবিটি আবারো নেটিজেনদের বিভ্রান্ত করেছে। এরপর আবার নতুন করে ছবিটি ভাইরাল হয়েছে যা ইন্টারনেটে ঝড় তুলেছে।

এই ছবিটি তৃতীয়বারের জন্য ফের ভাইরাল হয়েছে এবং হাজার হাজার মানুষ ছবিটি দেখেছেন। অনেকে ছবিটি দেখে হুবহু বচ্চন বলেই মনে করেছিলেন। পরে নিজেদের ভুল বুঝতে পেরে তারা অবাক হয়েছেন।