Home অফবিট ফোনে হা’ত লাগালেই ডিলিট হয়ে যাচ্ছে ডে’টা! কিশোরের অ’সু’খ দেখে হ’ত’বা’ক ডাক্তাররা

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফোনে হা’ত লাগালেই ডিলিট হয়ে যাচ্ছে ডে’টা! কিশোরের অ’সু’খ দেখে হ’ত’বা’ক ডাক্তাররা

শরীরের সংস্পর্শে কোনো মোবাইল ফোন আনলেই তার ডেটা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাচ্ছে! এমনই এক অদ্ভুত অসুখ দানা বেঁধেছে উত্তরপ্রদেশের নবম শ্রেণির পড়ুয়া স্বতন্ত্র আগরওয়ালের শরীরে। এ কেমন অসুখ তার কিনারা করতে পারছেন না চিকিৎসকেরাও! কিন্তু ১৪ বছরের ছেলেটির ধারেকাছে মোবাইল ফোন নিয়ে যাওয়া হলেই ঘটছে এমন অদ্ভুত ঘটনা। প্রথম প্রথম অনেকেই মনে করেছিলেন হয়তো ফোন নাড়াচাড়া করতে গিয়ে সে নিজেই সমস্ত ডেটা উড়িয়ে দিচ্ছে। কিন্তু আদতে তেমনটা নয়।

এই ঘটনার সূত্রপাত চলতি বছরের মে মাস থেকে। প্রথম প্রথম তার বাড়ির লোক ভেবেছিলেন সে হয়তো নিজে থেকেই মোবাইলের ডেটা উড়িয়ে দিচ্ছে। ইন্টারনেট খরচ করে দিচ্ছে। কিন্তু ক্রমাগত একই ঘটনা ঘটতে থাকায় সার্ভিসিং সেন্টারে নিয়ে যাওয়া হয় মোবাইল ফোনগুলিকে। কিন্তু মোবাইলের কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি। এরপর দেখা যায় শুধু ওই শিশুর পরিবারের লোকেদের সঙ্গেই নয়, পাড়া প্রতিবেশীদের সঙ্গেও একই ঘটনা ঘটছে।

ক্রমশ বোঝা যায় স্বতন্ত্রের ধারেকাছে মোবাইল ফোন নিয়ে গেলেই একই ঘটনা ঘটছে। কোনও এক রহস্যময় কারণে মোবাইলের সব ডেটা শেষ হয়ে যাচ্ছে। ওই ছেলেটির বাবার দাবি, ছেলের সঙ্গে ফোনের এমন এক শারীরিক যোগ তৈরি হচ্ছে যার ফলে মোবাইল থেকে সমস্ত ডেটা উড়ে যাচ্ছে। আপাতত ছেলের ধারে কাছে কোনও ফোন রাখা হচ্ছে না।

কিন্তু এই বিষয়টিকে নিয়ে বেশ উদ্বিগ্ন বাড়ির লোকজন। ছেলেটির ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত তার বাবা। তাকে নিউরো সার্জনের কাছেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তারাও তার সমস্যা চিহ্নিত করতে পারেননি।