সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গত ৫ বছরে কলকাতায় বি’শা’ল সাম্রাজ্য গ’ড়ে তুলেছিলেন লিজা, কেউই কি টে’র পা’য়’নি?

সারোদা-রোজভ্যালি পর এবার কলকাতায় ‌বেআইনি অর্থলগ্নি সংস্থার প্রতারণায় মূল অভিযুক্ত লিজা মুখোপাধ্যায় ও তাঁর সঙ্গীদের সঙ্গে এলাকার অনেক প্রভাবশালীদের ওঠাবসা ছিল। এমনই তথ্য উঠে আসছে স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে।

এই বেআইনি অর্থ লগ্নি সংস্থাকে সামনে রেখে নানারকমের ব্যবসা ফেঁদে বসেছিলেন লিজা। এমনকি গরিবদের অল্প টাকায় রেশন দেওয়ার কাজেও জড়িত ছিলেন তিনি ও তাঁর সঙ্গীরা। তবে প্রশ্ন উঠছে, গত পাঁচ বছর ধরে বেআইনি এই অর্থলগ্নি সংস্থা কারবার চালিয়ে যাওয়া সত্বেও কেন স্থানীয় প্রশাসনের চোখে পড়ল না।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, লিজা মুখোপাধ্যায়ের আধার কার্ডে নাম রয়েছে নাদরা আমন বলে। বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায়। তাঁর আগের স্বামীর পদবী ছিল মুখোপাধ্যায়। এখনকার স্বামীর নাম শেখ রিয়াজুদ্দিন।

আরো পড়ুন: প্রিয়াঙ্কা ও নিক জোনাসের সন্তানের নামকরণ হ’লো, খুব জা’না’র ই’চ্ছে অনুরাগীদের

২০১৬ সাল থেকে এন্টালি, করেয়া, বেনিয়াপুকুর এলাকায় এই আর্থিক প্রতারণার কারবার চলছিল। হোটেল, খাবারের দোকান, পার্লার খুলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে মোটা টাকা তোলা আদায় করা হয়েছিল।

এখনও পর্যন্ত ১ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির হদিশ পাওয়া গিয়েছে। কথার জাদুতে মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় এই বিশাল সাম্রাজ্য চালাত লিজা। এজেন্ট নিয়োগ করে এলাকা থেকে টাকা তোলা হত বলে খবর পাওয়া যাচ্ছে।

লিজার সঙ্গে তাঁর এক সঙ্গী ডলির নাম পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, লিজার এক ছেলে নাসিকে থাকেন। এখন পর্যন্ত পুলিশ এই ঘটনায় লিজা-সহ ১৪ জনকে গ্রেফতার করেছে।