সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফের বাঘের আ’ক্র’ম’ণ, নৌকায় ঝাঁ’প দিয়ে মৎস্যজীবীকে টে’নে নিয়ে গে’ল জঙ্গলে

সুন্দরবনের মানুষজন কয়েকদিন আগেই বাঘের আনাগোনায় কুলতলির জঙ্গল একেবারে অতিষ্ঠ হয়েছিল। দক্ষিণরায়কে অনেক ঝক্কি পেরিয়ে খাঁচাবন্দী করা গিয়েছিল । আবার ফের বাঘ সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে নৌকা থেকেই মৎস্যজীবীকে জঙ্গলে তুলে নিয়ে গেল। রবিবার সকালে এমনই ঘটনাটি ঘটেছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত ঝিলা জঙ্গলে। ওই মৎস্যজীবীর নাম অরবিন্দু বিশ্বাস ।

জানা গিয়েছে, দুই সঙ্গীর সঙ্গেই তিনি বেরিয়েছিলেন কাঁকড়া ধরতে। অন্যান্য দিনের মতন এদিন গোসাবা ব্লকের কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের ভুরুলিয়া গ্রাম থেকে বেরিয়েছিলেন। এরপরই ঘটে অঘটন। দু’জন মোট তিনজন মৎস্যজীবী নৌকা নিয়ে গ্রাম থেকে গিয়েছিলেন সুন্দরবনের নদী খাড়িতে কাঁকড়া ধরতে। তখনই হঠাৎ আক্রমণ করে দক্ষিণরায়। কার্যত দুই সঙ্গীর সামনে থেকেই ওই মৎস্যজীবীকে ধরে জঙ্গলের মধ্যে চলে যায় বাঘটি।

এরপর ওই দুই সঙ্গী তারা এদিক-ওদিক খোঁজাখুঁজি করেও না পেয়ে গ্রামে চলে আসেন। পরে সেই ঘটনাটি জানালে গ্রাম থেকে আরও লোকজন ও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা নদী পথে রওনা দেয় মৎস্যজীবীর খোঁজে । তাঁদের সঙ্গে যান স্থানীয় কুমিরমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল।