সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঋষভের আ’রো’গ্য কা’ম’না’য় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

একটুর জন্য বেঁচে গেলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান, তথা উইকেটকিপার ঋশভ পন্থ। দিল্লি এবং দেরাদুনের জাতীয় সড়কের একটি ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি এর ফলে গাড়িতে আগুন লেগে যায়। আনা গেছে ২৫ বছরের ঋষভের মাথা,পিঠ এবং পায়ে চোট লেগেছে এবং আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ঋষভের এরকম পথ দুর্ঘটনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন, পাশাপাশি কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ আরো রাজনৈতিক মহলের নেতারা তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য কামনা করেছেন।

শুক্রবার ভোর পাঁচটার দিকে দিল্লি দেরাদুন হাইওয়েতে গাড়ি চালানোর সময় ডিভাইডারে ধাক্কা মারে যার ফলে মারাত্মক ভাবে জখম হয়ে যান ঋষভ। এর পরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়, গুরুতর ভাবে আঘাত লেগে থাকলে আপাতত তিনি বিপদ মুক্ত।

আরো খবর: ২০২৩ সালে কোন কোন রাশির জাতক-জাতিকাদের বা’ড়’বে বেতন? কাদের হ’বে প্রমোশন?

এই বিষয়ে অজয় সিং জানিয়েছেন,ঋষভ পথ হরিদ্বার জেলার ম্যাঙ্গালোরের একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন, যার ফলে গুরুতর ভবে আহত হয়েছেন তিনি। এরপরেই আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় রুরকির সক্ষম হাসপাতালে যেখান থেকে তাকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

আপাতত এখন চিকিৎসা করছেন সুনীল নাগর। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছে যান সেখানে পুলিশ কমিশনার স্বপ্ন কিশোর সিং। হাসপাতাল সূত্রে খবর পাওয়া গেছে আপাতত ঋষভের শারীরিক অবস্থা যথেষ্ট স্থিতিশীল রয়েছে এবং আগামী দিনে তাঁর প্লাস্টিক সার্জারি হবে। তবে ঋষভের প্লাস্টিক সার্জারির কথা শুনে গোটা ক্রিকেট সমর্থকরা বেশ চিন্তিত।