সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইলেক্ট্রিক খুঁটি ও গাড়ির চাকায় কেন প্র’স্রা’ব করে কুকুররা?

রাস্তায় বেরিয়ে কুকুর দর্শন হয়নি এমন মানুষ খুঁজলেও পাওয়া যাবে না। কুকুরের কিছু সহজাত প্রতিভা রয়েছে তার মধ্যে একটি হল বেছে বেছে গাড়ির টায়ারের উপর গিয়ে প্রস্রাব করা। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আশপাশে কিংবা রাস্তাঘাটে গাড়ির টায়ার বৈদ্যুতিক খুঁটি এবং কিছুটা উঁচু জায়গায় গিয়ে প্রস্রাব করে কুকুরেরা।

কিন্তু এর কারণ কি কেনই বা এমন জায়গা বেছে নেয় কুকুরেরা প্রস্রাব করার জন্য! আসলে বৈদ্যুতিক খুঁটি বা গাড়ির চাকায় প্রস্রাব করে নিজেদের একটা এলাকা তারা চিহ্নিত করে রাখে। অর্থাৎ একজন সেখানে প্রস্রাব করলে সর্বজনীন বাথরুমে পরিণত হয়।

শুধু তাই নয় প্রস্তাব করার পরেই অন্যান্য কুকুরেরা তাদের সঙ্গী বা সঙ্গিনীকে খুঁজে নিতে পারে। নির্দিষ্ট ল্যান্ডমার্ক অনুযায়ী এক কুকুরের অবস্থান আরেকজন বুঝতে পারে। আসলে গাড়ির চাকা কিংবা বৈদ্যুতিক খুঁটিতে প্রস্রাব করার পরে অন্যান্য সঙ্গীরা সেই গন্ধ শুকে বোঝা যায় যে তারা দল ছাড়া হয়নি বরং এক জায়গাতেই তারা রয়েছে।

আরো খবর: এ বছর গরমের ছুটিতে ১০ দিন স্কুল বন্ধ থা’ক’বে, ঘো’ষ’ণা নবান্নের

কুকুরদের এটি স্বভাবগত আচরণ বিড়াল যেমন নরম মাটিতে মলত্যাগ করে ঠিক তেমনি কুকুর কোন উঁচু জায়গায় প্রস্রাব করতে ভালোবাসে। মাটিতে প্রস্রাব করলে সেই প্রস্রাবের গন্ধ খুব তাড়াতাড়ি মিলিয়ে যায়।

গাড়ি টায়ারে প্রস্রাব করার আরো একটি সুনির্দিষ্ট কারণ রয়েছে টায়ারের গন্ধ কুকুরের বিশেষ পছন্দ। এই টায়ারের গন্ধের আকর্ষণ তারা আকৃষ্ট হয়, তাই বারবার তারা গাড়ির টায়ারে গিয়ে প্রস্রাব করে আসে। তবে এতে কুকুরের আরাম হলেও বিপর্যস্ত হতে হয় গাড়ির মালিককে।