সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজ্ঞাপন দেখানোর না’ম করে ব্যক্তিগত ফোনকলে আড়িপাতা! চা’ঞ্চ’ল্য’ক’র ত’থ্য প্রকাশ্যে

ব্যক্তিগত ফোন কলের উপর ভিত্তি করে বিজ্ঞাপন দেখানো হচ্ছে। সম্প্রতি এটি চাঞ্চল্যকর রিপোর্টে জানা গেছে, প্রতি দুজন ভারতীয়দের মধ্যে একজন স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে একটি করে বিজ্ঞাপন দেখানো হচ্ছে ব্যক্তিগত ফোন করে ভিত্তিতে।

সম্প্রতি এই বিষয়ে একটি সমীক্ষা করে লোকাল সার্কেলস নামে একটি সংস্থা। ওই সমীক্ষা অনুযায়ী জানা গেছে, 53% স্মার্টফোন ব্যবহারকারীদের ফোন কলের কথা বাত্রা অনুযায়ী তাদের বিজ্ঞাপন দেখানো হচ্ছে।

এই বিষয়ে যারা নিশ্চিত মতামত দিয়েছেন তাদের মধ্যে 28% জানিয়েছেন, প্রায়শই তারা এমন একটি বিজ্ঞাপন দেখতে পান যে বিষয়ে তারা আগে কথাবার্তা বলেছেন।

আরো পড়ুন: সিয়াচেনে পৌঁছানোর আগেই লাদাখে সড়ক দু’র্ঘ’ট’না’য় মা’রা গেলেন খড়গপুরের বাপ্পা

১৯ শতাংশ মানুষ জানিয়েছেন, বেশ কয়েকবার এই ধরনের অভিজ্ঞতা আগেও তাদের হয়েছে কিন্তু মাত্র 6 শতাংশ মানুষ জানিয়েছেন, মাত্র কয়েকবার এই ধরনের বিজ্ঞাপন তারা দেখেছেন যে গুলি নিয়ে তারা ফোনে আলোচনা করেছেন কারো সঙ্গে।

ওই সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে 24% জানিয়েছেন, এখনো পর্যন্ত এই সংক্রান্ত বিজ্ঞাপন তারা দেখতে পান নি আবার বাকি 23% নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

এছাড়া সমীক্ষা রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যেখানে বলা হয়েছে, ভারতীয় মদের মধ্যে অধিকাংশ মানুষ বিভিন্ন third-party অ্যাপ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাদের বিভিন্ন অজানা অ্যাক্সেস দিয়ে থাকেন।

এই এক্সেস দেওয়ার কারণে বহু তথ্য সমস্ত অ্যাপ এর কাছে পৌঁছে যায় অনায়াসে। যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তাতে জানা গেছে, 84 শতাংশ ভারতীয়রা নিজেদের কন্টাক্ট লিস্টে এক্সেস হোয়াটসঅ্যাপে দিয়ে রাখে।

বাকি 51 শতাংশ ব্যবহারকারী ফেইসবুক এবং ইনস্টাগ্রামে সঙ্গে কন্টাক অ্যাক্সেস অন রেখে দেয়। তাই বিভিন্ন অ্যাপের কাছে মানুষের অজানা বিষয় পৌঁছে যায় খুব সহজে।

আরো পড়ুন: মেয়ে ছা’ড়া পরিবারের আরো ২৫ জন চাকরি পান, দু’র্নী’তির চোরাবালিতে ফেঁ’সে’ই চলেছেন পরেশ

লোকাল সার্কের প্রতিষ্ঠাতা শচীন তাপারিয়া এই বিষয়ে বলেছেন, দীর্ঘদিন ধরে বহু মানুষ অভিযোগ করে আসছেন ব্যক্তিগত ফোনকলের ভিত্তিতে বিজ্ঞাপন পাচ্ছেন তারা। এই ধরনের কোন অ্যাপ মাইক্রো ফোন এ্যাক্সেস চাইলে তা অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত।

এই সমস্ত তথ্য যদি বাইরের মানুষ জেনে যায় তাহলে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো বিষয়টি ভীষণভাবে উদ্বেগ এর বলে জানিয়েছেন লোকাল সার্কেলের প্রতিষ্ঠাতা শচীন।