সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Nokia C30: স’ব স্মার্টফোনকে টে’ক্কা দি’চ্ছে নোকিয়ার ন’তু’ন হ্যান্ডসেট, আছে দু’র্দা’ন্ত ফি’চা’র্স

সম্প্রতি নতুন স্মার্ট ফোন লঞ্চ করলো নোকিয়া। অত্যন্ত কম দামের মধ্যে Nokia XR20, Nokia C30 নামের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে সংশ্লিষ্ট সংস্থা। বাজেট স্মার্টফোন Nokia C30-এ তে অক্টা-কোর প্রসেসর আর এটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেম রাখা হয়েছে। এছাড়াও এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও পাওয়ারফুল ৬,০০০ এমএএইচ ব্যাটারি এর অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার।

ইউরোপে নোকিয়া সি৩০ ফোনের দাম ধরা হয়েছে ৯৯ ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৭০০ টাকায় মিলবে এই স্মার্ট ফোন। ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৩ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন। Nokia C30 স্মার্ট ফোনে ১৬০০x ৭২০ এর পিক্সেল এবং এসপেক্ট রেশিও ২০:৯ এর ৬.৮২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে।

এই ফোনের মধ্যেও অক্টা কোর ইউনিসক SC9863A SoC প্রসেসর সঙ্গে ৩জিবি র‍্যাম আর ৬৪জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে। তবে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করলে ২৫৬জিবি পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলে। ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর, সেলফি ও ভিডিও কলের জন্য ৫ মেগাপিক্সেলের ক্যামেরা ও সিকিউরিটির জন্য ফোনের ব্যাক প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার।

এর সঙ্গে ৬,০০০ এমএএইচ ব্যাটারি ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট সাপোর্ট করবে এই দুটি মোবাইল ফোন। নোকিয়া সি৩০ ফোনটি গ্রীন ও হোয়াইট, এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।