সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ইউক্রেনে আ’ট’কে পড়েছেন বাংলার একাধিক পড়ুয়া, ঘুম উ’ড়ে’ছে পরিবারের

ইতিমধ্যেই রুশ সেনাবাহিনীর হামলায় ইউক্রেনকে ঘিরে ফেলা হয়েছে তিন দিক থেকে।স্থলপথ জলপথ ও আকাশপথ সব দিক থেকে আক্রমণ চালানো হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের ওপর।আর সেই কারণেই দারুন ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেনের সামাজিক-রাজনৈতিক পরিবেশ। ইতিমধ্যেই প্রায় বেসরকারি মতে ৩০০ জনের মৃ’ত্যু’র খবর পাওয়া গেছে।

সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো চরম থেকে চরমতর হয়ে উঠছে। এবার যুদ্ধের এই প্রভাব আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গেও। কারণ পশ্চিমবঙ্গের অনেক এমন মেধাবী ছাত্রছাত্রী রয়েছে, যারা কিনা ইউক্রেনে পড়াশোনার সূত্রের বসবাস করছে। ইতিমধ্যেই সেই হিসেবেই উত্তরবঙ্গের শিলিগুড়ি ও দক্ষিণবঙ্গের গোবরডাঙায় যুদ্ধের উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

কারণ শিলিগুড়ি ও গোবরডাঙ্গার দুই মেধাবী পড়ুয়া ইউক্রেনে করার খাতিরে বসবাস করছে। এখন হঠাৎ করে এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে তারা কিভাবে দেশে ফিরে আসবে? কিভাবে তারা এই পরিস্থিতির মধ্যে নিজেদের সুরক্ষিত রাখবে? সেই সব নিয়ে দারুণ চিন্তাগ্রস্থ তাদের পরিবার।

আরো পড়ুন: ৭ যু’দ্ধবিমান ও ৮০০ রুশ সেনা খ’ত’ম! সাফল্যের কথা তু’লে ধ’র’লো ইউক্রেন

গোবরডাঙার স্বাগতা, গত ৩ বছর থেকে ডাক্তারি পড়ার খাতিরে ইউক্রেনে বসবাস করছে। হঠাৎ করে রুশ সেনাবাহিনীর হামলায় কি হয়েছে আটকে পড়েছে ভারতীয় অনেক পড়ুয়া। তাদের মধ্যে স্বাগতাও রয়েছে।এখন তার দেশে ফেরার নিয়েই দারুন ভাবে চিন্তা গ্রস্ত তার পরিবার।

এদিকে আবার শিলিগুড়ির বেশ কয়েকটি পরিবারে ঠিক একই আতঙ্ক ছড়িয়ে পড়েছে, শোনা যাচ্ছে বছর দুয়েক আগে ডাক্তারি পড়ার খাতিরে ইউক্রেনে পাড়ি দিয়েছিল শিলিগুড়ির এক যুবক প্রীতম মালাকার। চিন্তার পরিবারের সাথে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করছে বলে জানা যাচ্ছে,তিনি তার পরিবারকে জানিয়েছে নিয়মিত এখনো ক্লাস হচ্ছে তার।

ফোন কিংবা ভিডিও কলের মাধ্যমে পরিবারের সাথে কিছুটা সময় ভাগ করে নেওয়ার চেষ্টা করলেও, পরিবারকে কিছু হয়নি বলে আশ্বস্ত করলেও চিন্তা কোনভাবেই দূর হচ্ছে না তাদের।

আরো পড়ুন: ফাল্গুনেই ভা’রী বৃষ্টিপাত জেলায়-জেলায়, বড় আপডেট আবহাওয়া দপ্তরের

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সাথে যোগাযোগ করা হয়নি বলে জানা যাচ্ছে। তাই তাদের পরিবার কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছে, যেভাবেই হোক তাদের সুস্থ ভাবে নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হোক দেশে। শুধু কি গোবরডাঙ্গা আর শিলিগুড়ি? মোটেই না এর সাথে দক্ষিণ ২৪ পরগণা সহ আরও জেলার পড়ুয়ারা এখন আটকে রয়েছে ইউক্রেনে। এই যুদ্ধকালীন পরিস্হিতির মধ্যে তাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কেন্দ্রীয় সরকার, তার দিকেই চেয়ে রয়েছে সকলে।