সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ফাল্গুনেই ভা’রী বৃষ্টিপাত জেলায়-জেলায়, বড় আপডেট আবহাওয়া দপ্তরের

রাজ্য থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে শীত, কারণ তাপমাত্রা বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাই বলে ফাল্গুনের একদম শেষ সপ্তাহে এসে, বর্ষার মুখ দেখছে রাজ্যবাসী। কারণ আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যের উপর তৈরি পশ্চিমী ঝঞ্জা ও বাংলাদেশের ওপর তৈরি ঘূর্ণবাত এর প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে।

বর্তমানে যে ধরনের তাপমাত্রা বিরাজ করছে রাজ্যে,তার আপাতত পরিবর্তন ঘটবে না বলেই মনে করা হচ্ছে। তবে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি বিরাজ করবে সেটা স্পষ্ট। পুরোপুরি শীত বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু এখনো যেন ভোরের দিকে সেই ঠান্ডা বাতাস গা ছুঁয়ে যাচ্ছে। সকাল থেকেই কুয়াশাচ্ছন্ন আকাশ, তবে সেটা বেলা বাড়ার সাথে সাথে এই উধাও হয়ে যাচ্ছে নিমিষে।

গতকাল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে মেঘলা আকাশ বিরাজ করছে, তার সাথেই ভ্যাপসা গরমও যেন বৃদ্ধি পেয়েছে। গতকাল বৃহস্পতিবার থেকেই রাজ্যের অন্য জায়গায় হালকা বৃষ্টি শুরু হয়েছে, আর যার কারণেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে প্রায় সর্বত্র, এখন কলকাতার তাপমাত্রা ১৯-৩০ ডিগ্রির মধ্যে বিরাজ করছে।

দক্ষিণবঙ্গের পরে এবার উত্তরবঙ্গ, আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শুক্রবার প্রায় সারাদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি বাদে, উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই এই বৃষ্টির সম্ভাবনা। তবুও যদি বলতে হয় আজ শুক্রবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত, উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল প্রায় সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারাদিন। তবে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে কিছুটা।

আরো পড়ুন: ইউক্রেন-রাশিয়ার সং’ঘা’তে তেলের দা’মে’র কি হবে? ভারতে ক’ত হবে পেট্রোলের দা’ম?

দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে, বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে, আর যার কারণেই দুই বর্ধমান, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সহ প্রায় সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি। গতকাল শুক্রবার থেকে এর সম্ভাবনা শুরু হলেও, আজ শনিবার সেই সম্ভাবনার যেন আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এই অসময়ে বৃষ্টির ফলে, তাপমাত্রা যে হু করে বৃদ্ধি পাবে তা আর নতুন করে বলার কিছুই নেই।