সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গম রপ্তানিতে নি’ষে’ধা’জ্ঞা জা’রি ক’র’লো কেন্দ্র, এবার কি ক’ম’বে দাম?

বিশ্বে গম রফতানি ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকেই কমেছে। কারণ ইউক্রেন বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে গম সরবরাহ করে। সেই সরবরাহ বাধা পেতেই বিশ্বব্যাপী ক্রেতারা গম পেতে ভারতের দিকে ঝুঁকছিল। ফলে দেশে কিছুটা সংকট দেখা দিয়েছিল।

কারণ প্রচুর গম চলে যাচ্ছিল রফতানিতে। কেন্দ্র সরকার গম রফতানি নিষিদ্ধ করল। শুক্রবার গভীর রাতে এই সম্পর্কিত নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

দেশীয় বাজারে দাম কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে। অভ্যন্তরীন বাজারে দামে নিয়ন্ত্রন আনতেই কেন্দ্র এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: বড়ো ধাক্কা খেলো Tata Motors, মুহূর্তে ক্ষ’তি ১০৩২ কোটি টা’কা

তবে, পাশাপাশি জানানো হয়েছে, অন্য কোনও দেশের খাদ্যের প্রয়োজনে ভারত সরকার রফতানিতে অনুমতি দেবে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল 15 এপ্রিল টুইট করে বলেছিলেন, ভারতের কৃষকেরা বিশ্বকে খাবার খাওয়াচ্ছে।

মিশর ভারত থেকে গম আমদানি শুরু করে। বিশ্ব বাজারে চাহিদা এতই বেড়ে গিয়েছে, যে 2022-23 অর্থ বছরে ভারত 100 লাখ টন গম রফতানি করার রেকর্ড পার করে গিয়েছে।

গম রফতানি বন্ধ করছে। তবে, বর্তমানে পরিস্থিতি বদলে গিয়েছে। রফতানির ফলে দেশের বাজারে বেড়ে গিয়েছে গমের দাম।আর এরপরেই সরকার দামে লাগাম টানতে গম রফতানি নিষিদ্ধ করেছে। একাধিক রিপোর্টে উঠে এসেছে বর্তমানে MSP-র তুলনায় বাজারে বেশি দামে গম বিক্রি হচ্ছে।