সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

SBI: ১০০০০ টা’কা’র বে’শি তুলতে গেলেই স’ঙ্গে থাকতে হবে মোবাইল! জানুন নি’য়’ম

দেশের সবথেকে বড় ব্যাংকের তরফ থেকে এবার টাকার লেনদেনের ক্ষেত্রে বিশেষ নিয়ম চালু করা হয়েছে। এসবিআই এটিএম থেকে টাকা তুলতে হলে এবার থেকে ওটিপি দিতে হবে।

দশ হাজারের বেশি টাকা তুলতে হলে ওটিপি দিতে হচ্ছে। সম্প্রতি এই নতুন নিয়ম চালু হয়েছে। এটিএম জালিয়াতি নিয়ে একের পর এক যে ঘটনাগুলো ঘটে চলেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তৎপর হয়েছে দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত সংস্থা।

এবার থেকে দশ হাজার টাকার বেশি তুলতে হলে নির্দিষ্ট পাসওয়ার্ড আসবে ফোনে। সেই পাসওয়ার্ড দিলে তবেই এটিএম থেকে টাকা বের হয়ে আসবে।

আরো পড়ুন: দলের অন্যদের ছাড় দেওয়া হলেও কেন অন্য ব্যবস্থা পার্থর জন্য? আ’ক্র’ম’ণ বিরোধীদের

ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে এবার থেকে ATM- এ টাকা তুলতে গেলে ডেবিট কার্ডের সঙ্গে রেজিস্টার করা মোবাইল নম্বরও ATM-এ নিয়ে যেতে হবে। ATM-এ কার্ড পাঞ্চ করে টাকা তুলতে হবে।

টাকার পরিমাণ 10,000 টাকার বেশি হলে OTP চাইবে মেশিন। রেজিস্টার করা মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটা দিলে তবেই এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে।