সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ট্রাকের ভি’ত’রে গোটা বিয়েবাড়ি, দেখেই হ’ত’বা’ক রাস্তার লোকজন

রোজ কত মজার মজার ভিডিওই পোষ্ট হয় সোশ্যাল মিডিয়ায়। ঠিক তেমনই একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। আর সবচেয়ে অবাক কাণ্ড হলো এই ভিডিওটি শেয়ার করছেন মাহিন্দ্রা কোম্পানির কর্ণধার আনন্দ মাহিন্দ্রা। তাঁকে মাঝে মাঝেই বিভিন্ন রকমের সামাজিক ঘটনা পোস্ট করতে দেখা যায়। তবে এইবার একেবারে বিয়ে বাড়ির অভিনব আয়োজন নিয়ে একটি ভিডিও পোস্ট করছেন।

সেখানে দেখা যাচ্ছে, একটি ট্রাককে আস্ত একটি বিয়েবাড়িতে পরিণত করছেন ট্রাকের মালিক ও অন্যান্য কর্মীরা। আর এই অভিনব কায়দার প্রশংসা করেছেন মাহিন্দ্রা।এই পোর্টেবেল বিয়েবাড়িতে ২০০ জনকে ধারণ করার ক্ষমতা রয়েছে বলেই দাবি করেছেন এই ট্রাকের মালিক। শুধু তাই নয় প্রায় ১২০০ স্কোয়ার ফুট জায়গা নিয়ে এই বিবাহ আয়োজন হয়েছে।

এই ভিডিয়োটিতে ট্রাকের দরজা খুলে কীভাবে সেটিকে একটি বিয়েবাড়িতে পরিণত করা হচ্ছে সেই গোটা প্রক্রিয়াটিই দেখানো হয়েছে। আর এই ভিডিও এবং এই আয়োজন দেখে আনন্দ মাহিন্দ্রা খুবই উৎসাহিত। তিনি জানিয়েছেন যে, “এই কনসেপ্ট ও ডিজাইনটি যিনি করেছেন আমি সেই ব্যক্তির সঙ্গে দেখা করতে চাই। এটি খুবই সৃজনশীল কাজ।

আরো পড়ুন: তারাপীঠে অনলাইনে পুজোর কো’নো ব্যবস্থা নেই! সবই ভু’য়ো! বললো মন্দির কর্তৃপক্ষ

এর ফলে শুধুমাত্র যে প্রান্তিক এলাকার মানুষই উপকৃত হবেন তাই নয়, কোনও নির্দিষ্ট জায়গা না নেওয়ার ফলে, বিপুল জনসংখ্যার দেশে এই বিষয়টি খুবই পরিবেশ বান্ধব।” কারণ এই বিয়েবাড়িতে বাইরে থেকে এটা গাড়ির ভিতর মনে হলেও ভিতর ত একে বারে অন্য লেভেলের। ভিতরের ডেকোরেশন খুবই সুন্দর এবং এটি এয়ার কন্ডিশনিং যুক্ত হল।


এখানে যেকোনো পার্টি, রাজনৈতিক অনুষ্ঠান বা কোনো সেলিব্রেশন সবই করা যাবে। আর তাই আনন্দ মাহিন্দ্রা ২৫ শে সেপ্টেম্বর এই অভিনব কনসেপ্ট ভিডিও পোস্ট করেন তার টুইটার অ্যাকাউন্ট থেকে যা এর মধ্যেই এক কোটি মানুষ দেখেছেন এবং ৩৭ হাজারের উপর লাইক ও প্রায় ৪৪৬৯টি রিটুইট। সকলেই তাঁর এই পোস্ট নিয়ে বাহবা দিয়েছেন এতে অনেকে অনেক কিছু শিখতে পারলো বলেও মনে হয়েছে নেটিজেনদের।