সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লাদেন-জাওয়াহিরির পর আল কায়দার নতুন লি’ডা’র সায়েফ আল-আদেল

জঙ্গি সংগঠন আল-কায়েদার উত্তরসূরী হবার তালিকায় কে কে রয়েছে? এই নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছিল আন্তর্জাতিক মহলে। কারণ নতুন কোন উত্তরসূরী এসে গেলে তাদের পরিকল্পনা কি ধরনের হতে পারে সেই নিয়ে বিভিন্ন রিপোর্ট ও পেশ করা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থার তরফ থেকে।

ওসামা বিন লাদেন, আয়মান আল-জাওয়াহিরির পর নাকি এবার উত্তরসূরী হিসেবে দায়িত্ব নিয়েছে জঙ্গি নেতা সায়েফ আল-আদেল, এমনটাই জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

গত বছর জুলাই মাসে আফগানিস্তানের ড্রোন হামলায় আল-কায়েদার প্রধান জাওয়াহিরির মৃত্যু হয়েছিল। আর তারপর থেকেই জল্পনা শুরু হয়েছিল যে আগামী উত্তরসূরী কে?

আরো খবর: দেশের এই এলাকায় মাটির নিচ থেকে উ’ঠে এলো র’হ’স্য’ময় শ’ব্দ! আ’ত’ঙ্কে’র পরিবেশ

এবার আমেরিকার গোয়েন্দা বিভাগের ‘পার্সনস অফ ইন্টারেস্টের তরফ থেকে যে রিপোর্ট পেশ করা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে নতুন একটি নাম ,জাওয়াহিরির মতোই জন্মসূত্রে মিশরীয় আদেল।

নব্বই দশকের কথা কি মনে আছে?আফ্রিকার তানজানিয়া এবং কেনিয়ায় আমেরিকার দূতাবাসে হামলার ঘটনার মূল চক্রী যে ছিলেন , তার নাম নাকি আদেল। এবার সেই আদেলই নাকি আলকায়েদার শাসন ভার নিতে চলেছে বলে খবর মার্কিন গোয়েন্দা সংস্থা সূত্রে।