সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“R” দিয়ে শু’রু নামের লোকেরা কেমন চরিত্রের হ’য়? খারাপ দিক গু’লো কি কি?

নিউমেরোলজি অনুযায়ী প্রত্যেকটি মানুষের নামের প্রথম অক্ষরের মাধ্যমে সেই মানুষটির ব্যক্তিত্ব এবং চরিত্র সম্পর্কে খুব সহজেই আভাস পাওয়া যায় ।

আমাদের চোখের সামনেই অনেক সময় অনেক উদাহরন উঠে এসেছে যেখানে দেখা গেছে যে বড় বড় নামকরা তারকারা তাদের নাম অনেক সময় বদলেছে।

কারন হলো নামের দ্বারা প্রভাবিত হওয়া, অনেক সময় দেখা যায় যে নামের বিশেষ গুণ থাকে এবং যার জন্য সেই নামটি সকলের কাছেই বিশেষ পরিচিতি লাভ করে।

আরো পড়ুন: এই অক্ষর দিয়ে শু’রু হওয়া নামের ছেলেরা সে’রা স্বামী হন

আসলে ব্যাপারটা হলো সব অক্ষরের ওপরে প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব প্রকৃতি অনেক সময় নির্ভর করে। এই প্রতিবেদনে আমরা জানবো R অক্ষরের মানুষজনের কি ধরনের স্বভাব এবং চরিত্র হয়ে থাকেন।

এই অক্ষর বলা হয় ৯ নম্বরের সমতুল্য এই সংখ্যাটিতে থাকে বুদ্ধিমত্তা, মানবিকতা এবং সহনশীলতা সেই জন্যেই এই অক্ষরের নামের মানুষদের ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয় হয়ে থাকে এবং এরা উদার, অন্তর্দৃষ্টি, আদর্শবান হয়ে থাকেন।

বন্ধুবান্ধব আত্বীয় স্বজন পরিবার সকলের সাথে সুসম্পর্ক সবসময় বজায় থাকে। এই অক্ষরের ব্যক্তিরা সংস্কৃত এবং শিল্পের প্রতি বিশেষ আগ্রহী হয়ে থাকেন।

এই নামের অক্ষরের ব্যক্তিরা অত্যন্ত সৃজনশীল হয়ে থাকেন, তাদের কাজ করার ধরণটা একেবারে আলাদা। নামিদামি এবং আকর্ষণীয় জিনিসের প্রতি তাদের ভীষন আকর্ষন থাকে।

আরো পড়ুন: মোদি বি’রো’ধী’রা বি’রা’ট ধা’ক্কা খেতে পা’রে! রাষ্ট্রপতি নির্বাচনে তুরুপের তা’স হ’তে পারে এরা

এই নামের অক্ষরের ব্যক্তিরা অত্যন্ত উদার এবং দয়ালু প্রকৃতির হয়ে থাকেন, প্রত্যেক মানুষকে সাহায্যর জন্য তারা চেষ্টা করে থাকেন। তবে অত্যন্ত তাড়াতাড়ি চট করে রেগে যান।

অনেক সময় অন্যর সমস্যার সমাধান করতে যায় কিন্তু তার জন্য তাদের নিজের ওপরই চাপ পড়ে অনেক সময়। এই অক্ষরের নামের ব্যক্তিরা অত্যন্ত স্থিতিশীল, উদার এবং পরিশ্রমী স্বভাবের হয়ে থাকেন।

এদের ফ্রেন্ড সার্কেল অত্যন্ত বড় হয়ে থাকে। নিজেদেরকে সবসময় তর্কবিতর্কের থেকে দূরে রাখতেই পছন্দ করেন।