সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তী’ব্র গতিতে ছু’টে আ’স’ছে জাওয়াদ, দেখে নিন ৪ ডিসেম্বর কো’থা’য় আ’ছ’ড়ে পড়বে এই সাইক্লোন

শীত আসতে না আসতেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জাওয়াদের আগমনকে কেন্দ্র করে উদ্বিগ্ন আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় সংকট মোকাবিলা কমিটি আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কবার্তা পেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করেছিল। সেখানে ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিভিন্ন রাজ্য প্রশাসনের থেকে জানানো হয়েছে।

ক্যাবিনেট সচিব রাজিব গৌবার নেতৃত্বে এদিন এই বৈঠক হয়েছে। এই কমিটির আলোচনায় কেন্দ্রীয় মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী তেসরা ডিসেম্বর একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আকার নেবে। তারপর সেটি অন্ধ্রপ্রদেশের উপকূল অতিক্রম করবে এবং সেই সময় তার হাওয়ার গতিবেগ থাকবে 90 থেকে 100 কিলোমিটার।

একই সঙ্গে প্রবল বৃষ্টিপাত এবং সমুদ্রের প্রবল ঢেউয়ের সম্ভাবনাও রয়েছে। শ্রীকাকুলাম, বিশাখাপত্তনম, বিজয়নগরমে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে বলে জানানো হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। দুর্যোগের প্রভাবে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে চলেছে।

অন্ধ্র প্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের মুখ্য সচিব এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে প্রশাসনের তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া উচিত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বৈঠকে। যে রাজ্যগুলিতে ক্ষয় ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে সেখানে আগে থাকতেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর থেকে 32টি দল পাঠিয়ে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আরো দল পাঠানো হতে পারে।