সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত হলেই বি’য়া’র পান করার অ’ভ্যা’স? তাতেই মস্তিষ্কের বয়স বে’ড়ে যা’চ্ছে

অনেক সংস্কৃতিতে মদ্যপান গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে । অল্প পরিমাণ গ্রহণের মাধ্যমে দুশ্চিন্তা কমে , উৎফুল্ল ভাবের সৃষ্টি হয় , সামাজিক মেলামেশা করার ইচ্ছা বৃদ্ধি পায় । কিন্তু এর বেশি পরিমাণে নিয়মিত গ্রহণ করলে আসক্তির সৃষ্টি হয়। যা বাড়িয়ে দেয় আমাদের শরীরের বিপদজনকতা।

বাজারে বিভিন্ন ধরনের মদের জুড়ি মেলা ভার। এরমধ্যে স্কচ ওয়াইন বিয়ার প্রভৃতি রয়েছে । এরমধ্যে বিয়ার সূরা প্রেমীদের মধ্যে অন্তত জনপ্রিয় ।তবে আপনি কি জানেন এই বিয়ার আপনার মস্তিষ্কে কতটা ক্ষতি করতে পারে ?

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি গবেষণার মাধ্যমে জানতে পেরেছে যারা নিয়মিত বিয়ার পান করে তাদের মস্তিষ্কের বয়স সাধারন মানুষের তুলনায় অন্তত ছয় মাস বেশি । এক্ষেত্রে 36000 প্রাপ্তবয়স্কের উপরেই পরীক্ষা চালানো হয় ।

আরো পড়ুন: কিভাবে ও কবে এবং কখন সং’ঘ’র্ষ ব’ন্ধ হবে? ইউক্রেনকে ফাইনাল বা’র্তা রাশিয়ার প্রেসিডেন্টের

যার মধ্যে 40 থেকে 69 বছর বয়সের মানুষের সংখ্যা বেশি । জানা যায় এসব মানুষদের মস্তিষ্কের বয়স প্রায় দুই বছরেরও বেশি । এতে মস্তিষ্কের স্মৃতি লোপ পায় । মস্তিষ্কে রক্ত সরবরাহ করেছে যে রক্তনালী সেগুলি ক্ষতিগ্রস্ত হয় ।

শুধু তাই নয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় । বিজ্ঞানীদের মতে দুই ইউনিট বিয়ার পান করা নিরাপদ যদিও অনেক বিজ্ঞানী এই বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছে । তবে এরপর থেকে বুঝেশুনে সুরা পান করাই ভালো । না হলে ঘটে যেতে পারে অনেক বড় বিপদ ।