সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাস্তার দুদিকেই বাড়ি, বিদেশের এই জায়গায় ভৌ’তি’ক কান্ডকারখানা হ’য়ে থাকে! এভাবে কা’বু হয় ভূ’ত

আমাদের চারিপাশে প্রতিনিয়ত এমন অনেক ঘটনা ঘটে চলেছে যার কোন আক্ষরিক প্রমাণ আমাদের কাছে না থাকলেও আমরা কিছু করতে পারি না।

আজ কথা বলব এমন একটি ঘটনার কথা অথবা এমন একটি জায়গার কথা যেখানে বিজ্ঞানের বাইরে এমন কিছু রয়েছে যার অস্তিত্ব প্রতিনিয়ত টের পাওয়া যায়।

ইংল্যান্ডের বোস্টনে এমন একটি জায়গা রয়েছে যেখানে উইন গেটস গ্রুপ নামে একটি এলাকায় একটি গলি রয়েছে যে রাস্তার দু দিকে বেশ কয়েকটি ঘর রয়েছে।

সেখানকার ব্যক্তিদের দাবি অনুযায়ী সেই রাস্তায় এবং সেই বাড়িতে নাকি উপস্থিত রয়েছে বেশ কিছু অপ্রাকৃতিক শক্তি। ১৯৯০ সালে এক পরিবার সেখানে ঘর ছেড়ে চলে যাচ্ছিলেন, যাদের দাবি অনুযায়ী সেই এলাকায় বেশ কয়েক জায়গায় ভূত দেখতে পাওয়া যায। এরপর বোস্টন কাউন্সিল এই ঘটনা তদন্তে নামে।

আরো পড়ুন: আপনার কি পুরানো গাড়ি ও বাইক আ’ছে? রেজিস্ট্রেশন খ’র’চ ৮ গুণ বে’শি হবে

১৯৯৩ সালে আবার এক পরিবার তাদের পরিবারের এক শিশুকে ঘরে অদৃশ্য কোন ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখতে পায়। ঘরের দেওয়ালে তেলের মত কোন জিনিস বয়ে যাচ্ছে, দেখতে পায় তারা।

এরপর ভৌতিক উপস্থিত থেকে মুক্তি পাবার জন্য মরিয়া হয়ে ওঠে সেখানকার বাসিন্দারা। এরপর এই এলাকার বাসিন্দাদের ঘরে থাকার আগে শপথবাক্য সরিয়ে নেওয়া হয়।

এইভাবে বছরের পর বছর কেটে যায় এবং ওই এলাকায় ভূতের অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায় না। আজ ওই এলাকায় যে বাসিন্দারা থাকেন তারা নিজেদের দায়িত্বে সেখানে বসবাস করতে যান।