সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপি অফিসে মুকুলের সিক্রেট বই খুঁ’জ’তে ব্যস্ত কর্মীরা, কি আ’ছে তা’তে?

মুকুল রায় যিনি একটা সময় বিজেপিতে নিজের নাম লেখালেও, এখন কিন্তু তিনি পুরোপুরি সবুজ। গেরুয়া রঙ ছেড়ে এখন তিনি ফের তার পুরোনো রঙকেই বেছে নিয়েছে। তবে মুকুল রায় বিজেপি ছাড়লেও বিজেপি কিন্তু মুকুল রায়কে এখনও ছাড়তে পারে নি। এর পেছনে কারণ অবশ্য আছে, সেটা নাকি তার ফেলে যাওয়া একটা বই। কথাটা শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, কিন্তু ঘটনা কিন্তু সত্যি। কারণ বিজেপি কার্যালয় যেন এখন ব্যস্ততায় ভরা। কয়েকজন কর্মী একেবারে হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। সাথে এখানে একগাদা বইয়ের স্তূপ, ওখানে একগাদা। কিন্তু যেটার খোজ করা হচ্ছে সেটা যেন কিছুতেই খুজে পাওয়া যাচ্ছে না।

সবার মুখেই কেমন একটা চিন্তার ছাপ। মুরুলীধর রোডের বিজেপির সদর দফতরে কিসের চিন্তার ছায়া? সবার মনে কৌতূহল সাথে প্রশ্ন সব কিছু মিলেমিশে একাকার। পরে শোনা গেল সেখানে নাকি চলছে কোনো এক বইয়ের খোজ। এই বই নাকি মুকুল রায় প্রনীত। মুকুল রায়ের লেখা বই কি? আসলে তেমন ভাবে বলতে গেলে লেখা বই নয়।

তবে বলা যেতে পারে অনেক তথ্যের সংকলন। সেই মুকুল রায়ের কাছ থেকে এখন তো আর সেটা চাওয়া যাচ্ছে না, কারণ তিনি এখন তার ঘরে ফিরেছে। তবে খাতায় কলমে কিন্তু তিনি এখনও বিজেপির বিধায়ক। তাই সেটার খোজ চলছে জোরকদমে।
এখন সবার মনে প্রশ্ন আসতেই পারে কি এমন রয়েছে সেই বইয়ের মধ্যে? কলকাতা হাইকোর্টে এখন মমতা ব্যানার্জীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মামলা চলছে। জানা গেছে সেই বইয়ের মধ্যে নাকি আছে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তির পুরো খতিয়ান।

আরো পড়ুন: মেয়েকে মানসিক চা’প CID-র, দেবযানীর মায়ের অভিযোগ ঘি’রে শো’র’গো’ল রাজ্য জু’ড়ে

তাই সেই বই কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা আশা করি বোঝাই যাচ্ছে। সেই বই তৈরী করার জন্য ও বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য একটি টিমকে কাজে লাগানো হয়েছিল। আর সেখান থেকেই উঠে আসে বিভিন্ন তথ্য যার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হল মোট ১২০০ কোটি টাকার সম্পত্তি মমতা ব্যানার্জীর পরিবারের।

২০১১ সালের পর থেকে মমতা ব্যানার্জীর পরিবারের সম্পত্তি অস্বাভাবিক ভাবে বেড়ে চলেছে, তার পরেই একজন জনস্বার্থ মামলা করে বসেন হাইকোর্টে। এই মামলায় অবশ্য ইডি, সিবি আই ও আয়কর দফতরকে তদন্ত করার জন্য আবেদন জানানো হয়। বিশেষ করে মমতার ভাতৃবধূ কাজরী ব্যানার্জীর আয়ের উতস নিয়েও উঠেছে প্রশ্ন। তবে এখনও নাকি সেই বইয়ের খোজ চলছে, হাতে এখনও পাওয়া যায় নি সেই বই। তবে সেই বই পেলে বিজেপির কতটা উপকার হবে সেটা কিন্তু সময় বলবে।