সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অপারেশন স্কাইলাইট: উপগ্রহ ব্যবস্থায় ভারতীয় সেনা কতটা দ’ক্ষ সেটির মহড়া হ’য়ে গেলো

দেশের উপগ্রহ ব্যবস্থা কতটা সক্রিয় সম্প্রতি তার মহড়া দিয়েছে ভারতীয় সেনা। আগামী দিনে কখনো কোন সংঘাত হলে দেশের উপগ্রহ সংযোগ কতটা সহনশীল তা পরখ করে দেখা হয়েছে এই মহড়াতে। ২৫শে জুলাই থেকে ২৯ শে জুলাই পর্যন্ত কার্যকর হয়েছিল আর্মির এই স্যাটেলাইট কমিউনিকেশন যার সাংকেতিক নাম দেওয়া হয় স্কাই লাইট।

এই মহড়া সুরক্ষার জন্য গোটা ব্যবস্থায় অত্যন্ত গোপনীয়তা বহাল করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি গোটা পৃথিবীর কাছে শিক্ষনীয় বিষয়।

এখান থেকে শিক্ষা নিয়ে একাধিক দেশের সেনা বাহিনী নতুন করে মহড়া দিতে শুরু করেছে। এদিকে চীনের সঙ্গে ভারতের উত্তর সীমান্তে যে যোগ রয়েছে সেখানে উদ্বেগের বিষয় দেখা দিয়েছে।

আরো পড়ুন: মালয়েশিয়াকে ১৮ টি তেজস যুদ্ধবিমান বি’ক্রি করতে চলেছে ভারত

ভারতীয় সেনাবাহিনীর গোটা বিষয়টিকে খতিয়ে দেখছে। ভূ গঠনগত সমস্যা থেকেই গিয়েছে এই সীমান্তে। সেনার অন্দরে এরোস্পেস টেকনোলজি কতটা সক্রিয় সেটাও দেখা হয়েছে খতিয়ে।

আধিকারিকেরা জানিয়েছেন এই মুহূর্তে ভারতীয় সেনার হাতে ইসরোর বানানো একাধিক উপগ্রহ , যানবাহন, পোর্টেবল টার্মিনাল, মানুষের দ্বারা বহনকারী টার্মিনাল রয়েছে।

সূত্রের খবর আগামী ২০২৫ সালের মধ্যে নিজেদের জন্য একটি স্যাটেলাইটের ব্যবস্থা করতে চাইছে ভারতীয় সসেনাবাহিনী। এই ধরনের উপগ্রহ ব্যবস্থা থাকলে ভারতীয় সেনাদের সর্বক্ষেত্রে সহায়তা হবে।