সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্রিজ থেকে বেঙ্গালুরুর রাস্তায় টাকার বৃষ্টি হ’চ্ছে, মু’হূ’র্তে থ’ম’কে গেল শহর, ভাইরাল ভিডিও

আবহাওয়া দপ্তর আগে থেকে কোন পূর্বাভাস দেয়নি হঠাৎ করেই ব্যাঙ্গালুরুতে শুরু হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি দেখে চোখ কপালে উঠলো। তবে এ যেমন তেমন বৃষ্টি নয়, টাকার বৃষ্টি। কি অবাক হচ্ছেন কিন্তু এমনটাই ঘটেছে। উড়ালপুলের উপর থেকে নিচে উড়ে পড়ছে অসংখ্য 10 টাকার নোট।

আর সেই নোট নিতে রীতিমতো গুতোগুতি পড়ে গিয়েছে রাস্তায়। টাকা কোরানোর জন্য মঙ্গলবার যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কে আর মার্কেট উড়ালপুলে। আর এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। যিনি এই কাণ্ড ঘটিয়েছেন তার নাম পরিচয় অবশ্য জানা যায়নি।

তবে তাকে দেখতে পেয়েছেন উপরে তাকানো মানুষেরা। গলায় রয়েছে একটি ঘড়ি। পেল্লাই সাইজের সেই ঘড়ি গলায় ঝুলিয়ে তিনি রাশি রাশি নোটের বান্ডিল উপর থেকে ছুড়ে মারছেন। দশ টাকার নোট নিচে ছুড়ে মারছিলেন তিনি। যে পাবে তার পোয়া বারো।

আরো খবর: পাকিস্তানেও রয়েছে কিছু ধনী হিন্দু, কেউ রাজনীতিবিদ তো কেউ ফ্যাশন ডিজাইনার, চিনে নিন

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এটি ব্যাগে ভরে ওই টাকা নিয়ে এসেছিলেন তিনি। তারপর অতি উৎসাহে উড়ালপুলের উপর থেকে ওই টাকা ফেলেন তিনি। স্থানীয় পুলিশ জানিয়েছে ব্যক্তিটি বেশ বয়স্ক।


যদিও তার নাম পরিচয় এখনো জানা যায়নি এমনকি কেন এই টাকা উড়িয়ে দিয়েছেন তিনি তাও জানা যায়নি। ঘটনার পর থেকেই ওই ব্যক্তির খোঁজ শুরু হয়ে গিয়েছে গোটা ব্যাঙ্গালোর জুড়ে।

দিন কয়েক আগে এমন একটি ঘটনা ঘটেছিল গুজরাটের একটি সংগীতানুষ্ঠানে অবশ্য সেখানে শিল্পীর সংগীত শুনে অভিভূত হয়ে দর্শকরা ১০০ টাকার নোট উড়িয়ে দিয়েছিলেন। ওই শিল্পী নোটগুলি গুনে দেখেন পঞ্চাশ লক্ষ টাকা।