সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোহিনূর রানী এলিজাবেথের মু’কু’টে লাগানোছিলো, তাঁর মৃ’ত্যু’র পর কি হবে সেই হীরের?

গতকাল বৃহস্পতিবার রাণি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন স্কটল্যান্ডের বারমোরাল প্রাসাদে। এখন রাণী হারা ইংল্যান্ড, কিন্তু তার শূন্যস্থান তো পূরণ করতেই হবে। তাই এবার নিয়ম অনুযায়ী তার প্রথম পুত্র চার্লস ৭৩ বছর বয়সে শাসকের গদিতে বসলেন। তবে এই ক্ষমতার হাত বদল যখন হল, তার ক্ষেত্রে কিছু পরিবর্তনও লক্ষ্য করা যাবে। তাহলে প্রশ্ন রাণী দ্বিতীয় এলিজাবেথের পর কোহিনুর তাহলে কার মাথায় উঠবে?

ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী শাসকের মৃত্যুর ২৪ ঘন্টার মধ্যেই উত্তরাধিকারকে তার সমস্ত শাসন ভার নিতে হবে। আর হলও সেটা। যুবরাজ চার্লস এবার শপথ গ্রহণ করলেন। আর সেই সময়েই ক্যামিলিয়ার মাথায় উঠল সেই মুকুট। কোহিনূর নিয়ে নতুন করে বলার কিছুই নেই। কারণ এই নিয়ে বিতর্ক কোনো দিনই শেষ হবার নয়।

১০৫.৬ ক্যারেটের কোহিনূর। চতুর্দশ শতাব্দীতে গোল্কোন্ডা খনি থেকে এই কোহিনূর পাওয়া গিয়েছিল, তবে ভারতে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পর থেকেই কোহিনূর চলে যায় ব্রিটিশদের হাতে। আর সেই কোহিনূর তুলে দেওয়া হয় রাণী ভিক্টোরিয়ার হাতে।

আরো পড়ুন: এত কিসের তা’রা ছিল? পরপর দুই সন্তান প্রসঙ্গে প্র’শ্ন নেটিজেনদের! জ’বা’ব দিলেন গুরমিত

আর সেই থেকেই এক রাণী থেকে আরেক রাণী এই ভাবেই ঘুরে বেড়াচ্ছে কোহিনূর। তবে তার আসল অধিকারী কে? তার উত্তর এখনও মেলে নি। যা নিয়ে ভারত সহ আরও ৪ দেশের সাথে ব্রিটেনের বিরোধ রয়েছে।