সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কাপড়-জামা থেকে কফির দা’গ কিভাবে তুলবেন? রইলো অ’ব্য’র্থ টি’প’স

আমরা প্রতিদিনই জামা কাপড় কেচে পরিষ্কার করি। কিন্তু অনেক সময় অসাবধানতাবশত কাপড়ে দাগ লেগে যায়। আর সেই দাগ তুলতে নাজেহাল হতে হয় রীতিমতো। চা, কফি থেকে শুরু করে ঘাম বসা, পেনের কালি বা খাবারের দাগ ইত্যাদি জেদি ময়লা দাগ তোলা তো আর সহজ কথা নয়।

সাধারণ ডিটারজেন্ট দিয়ে দাগ হয়তো পরিষ্কার হবে তবে জামার রং নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। তবে আর চিন্তা নেই, আজকের প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু ঘরোয়া টিপস যার সাহায্যে সহজেই জামা কাপড় থেকে জেদি দাগ তুলে ফেলতে পারবেন।

টুথপেস্ট : প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রয়োজন পড়ে টুথপেস্টের দাঁত পরিষ্কার করার জন্য। এই টুথপেস্টকেই জামা কাপড়ে লেগে থাকা চা কফির দাগ তোলার জন্য ব্যবহার করা যেতে পারে। দাগ লাগা জায়গায় টুথপেস্ট লাগিয়ে ১৫-২০ মিনিট মত রেখে দিয়ে তারপর সেটাকে ভালো করে ধুয়ে নিলেই খুব সহজে সেই দাগ উঠে যাবে।

বেকিং সোডা : জামা কাপড়ে চা, কফি, চকোলেট বা খাবার ইত্যাদির দাগের ক্ষেত্রে বেকিং সোডা কিন্তু ম্যাজিকের মত কাজ করে। দাগ লাগা জায়গায় এক চামচ বেকিং সোডা আর সামান্য জল দিয়ে ভালো করে বুলিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলেই দাগ ম্যাজিকের মত উধাও হয়ে যাবে।

আরো পড়ুন: বেশিরভাগ মানুষই জানেন না পটলকে ইংরেজিতে কি ব’লে! আপনার জা’না আছে কি?

ডিমের সাদা অংশ : মুরগির ডিমের সাদা অংশ দারুণ প্রয়োজনীয় একটি জিনিস। এই সাদা অংশ দাগ লাগা জায়গায় দিয়ে ২-৩ মিনিট ঘষলেই ধীরে ধীরে দাগ চলে যেতে শুরু করবে। এরপর সাবান দিয়ে জামা কাপড় ধুয়ে নিলেই আবারও নতুনের মত তা পরিষ্কার হয়ে যাবে।

গরম জল : শুধু গরম জলে কিই বা হয় বলুনতো!সুতির জামা কাপড়ে একবার দাগ লেগে জমে গেলে সেটা তুলতে খুব বেগ পেতে হয়। সেক্ষেত্রে দাগ লাগার পরেই যদি জামাটিকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলে সেই দাগ গরম জলে মিশে যায়। আর জামা কাপড়টিকে এরপর এমনি জলে ধুয়ে নিলেই অনেক সময় দাগ চলে যায়।

ভিনিগার : রান্নায় ভিনিগার ব্যবহারের পাশাপাশি যে কোনো জেদি দাগ ভিনিগারের সাহায্যে খুব সহজেই পরিষ্কার করা যায়। এই ভিনিগার কিন্তু চা কফি জাতীয় দাগ থেকে কাদা মাটির দাগ তোলার জন্য দারুন কার্যকরী। ১ চামচ ভিনিগার ১ কাপ জলে গুলে সেটাকে দাগ লাগা জায়গায় দিয়ে ঘষলেই দাগ পুরোপুরি উঠে যায়। এরপর সেটাকে জল দিয়ে ভালো ভাবে ধুয়ে নিলেই জামা একেবারে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে।