সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দারুণ স্কি’ম, PhonePe চালু করলো মা’ত্র ৯৯৯ টা’কা’য় Health Insurance

এবার ডিজিটাল পেমেন্ট মাধ্যম ফোন পে এর তরফ থেকে নতুন হেলথ ইন্সুরেন্স স্কিম চালু করা হয়েছে। নতুন এই ইনসুরেন্স স্কিমের নাম হেলথ@999। যে গ্রাহকেরা প্রথমবার হেলথ ইন্সুরেন্স কিনছেন তাদের জন্য এই স্কিম যথার্থ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। যারা সহজ পদ্ধতিতে এই সুবিধা নিতে চান তাদের জন্য পদ্ধতি উল্লেখ করে দেওয়া হয়েছে।

এজন্য প্রথমে ফোন পে অ্যাপ এ গিয়ে হেলথ@999 আইকনে ক্লিক করতে হবে। তারপর গ্রাহক তার পছন্দমতো বয়স বেছে নিতে পারেন। এখানে পছন্দসই কভার অ্যামাউন্ট বেছে নেওয়া যেতে পারে। তারপর গ্রাহকের বয়স, নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং ইমেইল আইডি দিতে হবে। এরপর ‘বাই’ অপশনে ক্লিক করতে হবে।

এখানে পেমেন্ট করলে হেলথ ইন্সুরেন্সের গ্রাহক হওয়া যায়। এই হেলথ ইন্সুরেন্স ব্যবহার করলে কারণে পরিস্থিতি চিকিৎসা এবং হাসপাতালে ভর্তি শহর অসুস্থতা বা দুর্ঘটনার কারণে চিকিৎসার খরচ পাবেন। এছাড়া আইসিইউ-সিসিইউ খরচ বীমাকৃত রাশির 4 শতাংশ পর্যন্ত হতে পারে। অ্যাম্বুলেন্স চার্জ প্রতিবার সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে।

পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে প্রিমিয়ামসহ রিনুয়ালের মেসেজ পাওয়া যাবে। করণা পরিস্থিতিতে পলিসি চালু হওয়ার 30 দিন পর থেকে করোনা রোগীদের হাসপাতাল খরচ পাওয়া যাবে। পলিসি গ্রহণ করে যেকোনো সময় পলিসি বাতিল করে দিতে পারেন। পলিসি শুরু করার 30 দিনের মধ্যে বন্ধ করলে 75 শতাংশ, 31 থেকে 90 দিনের মধ্যে বন্ধ করলে 50 শতাংশ, তিন থেকে ছয় মাসের মধ্যে বন্ধ করলে 25% অর্থ ফেরত পাওয়া যাবে।