সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আমি কোনদিন কা’রো সাহায্য পায়নি, গান করতে নতুন শিল্পীদের নিয়ে বি’স্ফো’র’ক কুমার শানু

মেলোডি কিং বলতে আমরা এখন অরিজিৎ সিং বললেও একটা সময় ছিল যখন মেলোডি কিং মানে একটা নামই মাথায় আসতো আর সেটা হলো কুমার শানু। আগে কেনো এখনও কুমার শানুর গান যথেষ্ট হিট। বছরের পর বছর তাঁর গান শুনলেও সেইসব গান পুরোনো হওয়ার নয়।

সত্যি বলতে বরাবরই এক অদ্ভুত জাদু রয়েছে কুমার শানুর গানের গলায়। যা শুনলে আজও এককথায় মন্ত্রমুগ্ধ হয়ে পড়েন তাঁর অসংখ্য অনুরাগী। কিন্তু শুনলে অবাক হবেন প্রথমে কুমার শানু ভালো করে গান গাওয়া শেখেন নি। নিজের গুরু মানতেন কিশোর কুমারকে।

আর তাঁর থেকেই তিনি গায়ক হওয়ার সাহস পেতেন। এ প্রসঙ্গে একবার এক সাক্ষাৎকারে তিনি বলেছেন ‘জীবনে যত বার ভেঙেছি, ওই মানুষটাই যেন এক বুক সাহস নিয়ে এসেছেন আমার সামনে।

আরো খবর: প্রাক্তণ প্রেমিক-প্রেমিকার জন্য বি’র’ক্ত? তাদের না’মে আরশোলার নামকরণ করার সুবর্ণ সু’যো’গ!

সেই সাহসকে সম্বল করেই আজ থেকে অনেক বছর আগে এসেছিলাম মুম্বইতে। গানের বিশেষ কোনও প্রশিক্ষণ না পেয়েও স্বপ্ন দেখেছিলাম গায়ক হওয়ার। মনে কিশোরদা ছিলেন বলেই হয়তো স্বপ্ন দেখার সাহসটুকু করেছিলাম।’

তবে বর্তমানে তিনি এক সাক্ষাৎকারে জানান তাঁর সময়ে তিনি কোনো সাহায্যের হাত পান নি। নতুন শিল্পীদের জায়গা দিতে কেউই চায় না। তবে তিনি এই সময়ের নতুন শিল্পীদের চেষ্টা করেন যথা সাধ্য সাহায্য করার। এক সাথে ডুয়েট গাইতেও তাঁকে দেখা যায়।

এই নিয়ে সম্প্রতি সিটি সিনেমা আর একটি ইউটিউব ভিডিওতে কুমার শানুর একটু নতুন গান রেকর্ডিংয়ের ভিডিও এবং সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছিল। সেখানে এদিন নিজের স্ট্রাগল লাইফের কথা শেয়ার করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা কথা জানান তিনি।