সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উদ্ধব ঠাকরের ঘুম উ’ড়ে’ছে, সরকার হাতছাড়া হওয়ার আ’শ’ঙ্কা’য় শিবসেনা

অবশেষে নিজের গদি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন উদ্ধব ঠাকরে। মহারাষ্ট্রের বিধান পরিষদ ভোটের ফল প্রকাশ্যে আসার পরেই উধাও হয়ে গেছে মহারাষ্ট্রের মন্ত্রী এবং সাথে ২৫ জন শিবসেনা বিধায়ক। এই উধাও হওয়াকে কেন্দ্র করে আপাতত জানা গেছে যে এই সমস্ত বিধায়করা রয়েছেন গুজরাটের একটি হোটেলে। জানা গিয়েছে যে বিধায়কদের উধাও হওয়ার পিছনে হাত রয়েছে মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডের। তবে এই উধাও হওয়াকে কেন্দ্র করে এবার জল্পনা শুরু হয়েছে দলবদলের।

জানা গেছে মহারাষ্ট্রে এই বিধায়করা নাকি আর কিছুদিন পরেই তাদের পদত্যাগ পত্র জমা দেবে এবং জল্পনা তুঙ্গে বিধায়করা নাকি শিবসেনা কে চাপ দিচ্ছে যাতে তারা ভবিষ্যতে বিজেপির সঙ্গে হাত মেলায় । এই গোটা বিষয় নিয়ে এবার সমস্যার সম্মুখীন হয়েছে মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে জোট সরকার।

এইরকম যদি হয় তবে অংক অনুযায়ী তাদের জোট সরকার গরিষ্ঠতা হারাবে অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপি তার গরিষ্ঠতা তৈরি করবে। যদিও এই ব্যাপারে শিবসেনা তরফ থেকে কিছুই বলা হয়নি দলের মতে একনাথ শিন্ড একজন দলের বিশ্বস্ত সৈনিক, তিনি যখনই ফিরে আসবেন তখনই তার সঙ্গে দলের প্রধান কথা বলবেন।

আরো পড়ুন: আ’রো বি’প’দে মানিক, গো’টা পরিবারের সদস্যদের সম্পত্তির হি’সে’ব দিতে হ’বে কোর্টকে

যদিও এই ব্যাপারে মুখ বন্ধ করে রেখেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে উপস্থিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানা গেছে আগামী দিনের দেখা করবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের।

বলাই যাচ্ছে যে আগামী দিনের বিধানসভাতে হয়তো মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপির সঙ্গে জোট বেঁধে শিবসেনা নামতে চলেছে। যদিও ভবিষ্যতে মুখ্যমন্ত্রী কে এনে হবে এই বিতর্ক জন্য উদ্ধব ঠাকরের দল দল ছেড়ে বেরিয়ে এসেছে। উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা হয় মহারাষ্ট্রে কিন্তু সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায় বিধান পরিষদের নির্বাচনে, কারণ এই নির্বাচনে ১০ টি আসনের মধ্যে বিজেপি ৫ টি আসনে জিতেছে অন্য পাঁচটিতে জেতে।

বিরোধী জোট বর্তমানে মহারাষ্ট্র বিধানসভা আসন রয়েছে ২৮৮ টি, একজন বিধায়কের মৃত্যু হওয়ার পর একটি আসন কমে দাঁড়িয়েছে ২৮৭ টি, তাই এই রকম পরিস্থিতিতে যদি ভোট হয় তবে ১৪৪ টি প্রয়োজন অন্যদিকে দেখা যাচ্ছে যে জোটের কাছে ১৫২ জন বিধায়ক রয়েছে অন্যদিকে শিবসেনার রয়েছে ৫৬ জন, ইতিমধ্যেই ৫৬ জনের মধ্যে দলবদল অথবা পদত্যাগ করার পরিকল্পনা চলছে এই ২৫ জন বিধায়ক এর মধ্যে যার ফলে জোটের বিধায়ক সংখ্যা হবে ১২৭ টি। স্বাভাবিকভাবে এখন উদ্ধব ঠাকরে চিন্তা যে এইরকম একটি সংখ্যা নিয়ে কোনদিনও তাদের পক্ষে সরকার গড়া সম্ভব হবে কিনা।